Kolkata: ‘মন্ত্রী অখিল গিরির ভাইঝির চাকরি বেআইনি’ মুখ্যমন্ত্রীর পাড়ায় তুমুল বিক্ষোভ

নিয়োগ দুর্নীতির আরও এক গুরুতর অভিযোগ। এবার নার্স বিক্ষোভ। নার্সিং চাকরি প্রার্থীদের দাবি, মন্ত্রী অখিল গিরির ভাইঝি সায়না গিরির নিয়োগ হয়েছে বেআইনিভাবে। নিয়োগ দুর্নীতির অভিযোগ…

নিয়োগ দুর্নীতির আরও এক গুরুতর অভিযোগ। এবার নার্স বিক্ষোভ। নার্সিং চাকরি প্রার্থীদের দাবি, মন্ত্রী অখিল গিরির ভাইঝি সায়না গিরির নিয়োগ হয়েছে বেআইনিভাবে।

নিয়োগ দুর্নীতির অভিযোগ এনে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যেতে চান নার্সিং চাকরিপ্রার্থীরা। পুলিশ আটকে দেয়। রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন তারা বিক্ষোভের জেরে  ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

শিক্ষা দফতরের দুর্নীতির মামলায় রাজ্য সরকার জেরবার। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জেল, বিধায়ক জেলে। একাধিক কর্মকর্তা জেলে।

এবার নিয়োগ দুর্নীতির মামলায় জড়াচ্ছে মন্ত্রী অখিল গিরির নাম। এবার স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে উঠছে বেআইনি নিয়োগের অভিযোগ। বিক্ষোভকারী নার্সিং চাকরি প্রার্থীদের অভিযোগ, মন্ত্রী অখিল গিরির ভাইঝি সায়না গিরির নিয়োগ সম্পূর্ণ বেআইনি।

নার্সিং চাকরি প্রার্থীদের অভিযোগ, যোগ্যতার সাথে উত্তীর্ণ হলেও তাদের নিয়োগ হয়নি। তালিকায় পিছনের দিকে যাদের নাম ছিল তারা চাকরি পেয়েছে। বিক্ষোভাকারীদের অভিযোগ অখিল গিরির ভাইঝির নাম প্রথম তালিকায় বেরোয়নি। এর পরেও সে চাকরি করছে।