Kolkata: করোনার থাবা মন্ত্রী অরূপ বিশ্বাসের শরীরে,ভর্তি হাসপাতালে

News Desk: রাজ্যের বিদ্যুৎ এবং ক্রীড়া ও যুবমন্ত্রী অরূপ বিশ্বাস করোনা আক্রান্ত হলেন। মৃদু উপসর্গ নিয়ে উডল্যান্ডস হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন । সূত্রের খবর, চিকিৎসকরা…

Kolkata: করোনার থাবা মন্ত্রী অরূপ বিশ্বাসের শরীরে,ভর্তি হাসপাতালে

News Desk: রাজ্যের বিদ্যুৎ এবং ক্রীড়া ও যুবমন্ত্রী অরূপ বিশ্বাস করোনা আক্রান্ত হলেন। মৃদু উপসর্গ নিয়ে উডল্যান্ডস হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন । সূত্রের খবর, চিকিৎসকরা তাঁকে মোনোক্লোনাল ককটেল অ্যান্টিবডি দিচ্ছেন। এটি একটি কৃত্রিম পদ্ধতিতে তৈরি অ্যান্টিবডি, রোগীর স্বাস্থ্যের অবনতি হতে দেয় না এবং দ্রুত সুস্থ হয়ে উঠতে সাহায্য করে।

জানা গিয়েছে, অরূপ বিশ্বাস সম্প্রতি গায়ে ব্যথা এবং হালকা জ্বর অনুভব করেন । তারপরই তিনি কোভিড পজিটিভ পরীক্ষা করিয়ে দেখা যায় ।

   

করোনা আক্রান্ত হওয়ার পর হাসপাতালের যে কেবিনে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ভর্তি করা হয়েছিল, সেই একই কেবিনে মন্ত্রীকেও ভর্তি করা হয়েছে। তবে তিনি করোনার নতুন রূপ ওমিক্রনে আক্রান্ত কি না তা জিনোম সিকোয়েন্সিংয়ের পরেই জানা যাবে ।

কলকাতার পুরভোটে টালিগঞ্জ এলাকার নানা ওয়ার্ডে দলীয় প্রার্থীদের প্রচারে অরূপ বিশ্বাসকে দেখা গিয়েছিল। সম্প্রতি তিনি ছিলেন কলকাতার মেয়রের শপথগ্রহণ অনুষ্ঠানের দিনেও। এরপরই রাজ্যের বিদ্যুৎ ও ক্রীড়ামন্ত্রীর সংক্রমিত হওয়ার খবর মিলল।

Advertisements