
১৫ অগস্ট স্বাধীনতা দিবসে কলকাতা মেট্রোর (Kolkata Metro) সময়সূচিতে বদল। রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে ওইদিন কতগুলি মেট্রো চলবে। মেট্রো রেল সূত্রে খবর, ব্লু লাইনে ১৮৮টি ট্রেন চলবে ১৫ অগস্ট। গ্রিন লাইন ১ এবং গ্রিন লাইন ২-তে অন্যদিনের তুলনায় কম ট্রেন চলবে।
ব্লু লাইন
মেট্রো ১৫.০৮.২০২৪ (বৃহস্পতিবার) ‘স্বাধীনতা দিবস’ উপলক্ষে ২৮৮টি ট্রেনের পরিবর্তে ব্লু লাইনে ১৮৮টি (৯৪ আপ + ৯৪ ডাউন) ট্রেন চালাবে।
প্রথম ট্রেন:-
সকাল ৬টা ৫০ মিনিটে দমদম থেকে কবি সুভাষ। (কোনও পরিবর্তন নেই)
সকাল ৬টা ৫০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর। (কোনও পরিবর্তন নেই)
সকাল ৬টা ৫৫ মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বর। (কোনও পরিবর্তন নেই)
সকাল ৭টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। (কোনও পরিবর্তন নেই)
শেষ ট্রেন:-
রাত ৯টা ২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। (কোনও পরিবর্তন নেই)
রাত ৯টা ৩০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর। (কোনও পরিবর্তন নেই)
রাত ৯টা ৪০ মিনিটে দমদম থেকে কবি সুভাষ। (কোনও পরিবর্তন নেই)
রাত ৯টা ৪০ মিনিটে কবি সুভাষ থেকে দমদম। (কোনও পরিবর্তন নেই)
একই সঙ্গে নন্দিত-নিন্দিত, ব্যতিক্রমী হিসাবেই বুদ্ধদেব চিরস্মরণীয় বঙ্গ রাজনীতিতে
ব্লু লাইনে বিশেষ নাইট মেট্রো পরিষেবা কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে যথারীতি রাত ১০টা ৪০ মিনিটে পাওয়া যাবে।
গ্রিন লাইন-১
মেট্রো ১০৬টি ট্রেনের পরিবর্তে ১৫.০৮.২০২৪ (বৃহস্পতিবার) গ্রিন লাইন-১ এ ৯০টি (৪৫ পূর্বমুখী + ৪৫ পশ্চিমমুখী) ট্রেন চালাবে।
প্রথম ট্রেন:-
শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ৫ পর্যন্ত সকাল ৬টা ৫৫ মিনিটে (কোনও পরিবর্তন নেই)
সল্টলেক সেক্টর ৫ থেকে শিয়ালদহ পর্যন্ত সকাল ৭টা ৫ মিনিটে। (কোন পরিবর্তন নেই)
শেষ ট্রেন:-
শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ৫ পর্যন্ত রাত ৯টা ৩৫ মিনিটে (কোনও পরিবর্তন নেই)
সল্টলেক সেক্টর ৫ থেকে শিয়ালদহ পর্যন্ত রাত ৯টা ৪০ মিনিটে। (কোন পরিবর্তন নেই)
আজ থেকেই নিয়ম বদল! প্রত্যেকদিন নির্দিষ্ট ৬ ঘণ্টা বন্ধ মা ফ্লাইওভার, বিকল্প রুট কী?










