নগদ ছাড়া নির্ঝঞ্ঝাটে মেট্রো সফরে পেমেন্ট কীভাবে? জানুন উপায়

হাতে নগদ না থাকলেও আর হয়রান হতে হবে না। কলকাতা মেট্রোর সব টিকিট কাউন্টারেই রয়েছে অনলাইন বা ইউপিআই পেমেন্টের ব্যবস্থা। বাজারে, দোকানে, রেস্তোরাঁয় যেভাবে অনলাইন…

kolkata metro rail upi payment system details, নগদ ছাড়া নির্ঝঞ্ঝাটে মেট্রো সফরে পেমেন্ট কীভাবে? জানুন উপায়

হাতে নগদ না থাকলেও আর হয়রান হতে হবে না। কলকাতা মেট্রোর সব টিকিট কাউন্টারেই রয়েছে অনলাইন বা ইউপিআই পেমেন্টের ব্যবস্থা। বাজারে, দোকানে, রেস্তোরাঁয় যেভাবে অনলাইন কোড স্ক্যান করে পেমেন্ট করা হয়, মেট্রোতেও ওই একই উপায়ে পেমেন্ট করে কাটতে পারবেন টোকেন বা রিচার্জ হবে স্মার্ট কার্ড।

১লা জুলাই থেকে এই নিয়ম চালু হয়ে গিয়েছে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের দাবি, ভোগান্তি এড়াতে জুলাইয়ের প্রথম সপ্তাহে (অর্থাৎ ১ থেকে ৮ জুলাই ২০২৪ পর্যন্ত), প্রায় ২৫ শতাংশ যাত্রী এই নতুন এই পদ্ধতিকে বেছে নিয়েছে। দক্ষিণেশ্বর, বরানগর, এসপ্ল্যানেড, রবীন্দ্র সরোবর, গীতাঞ্জলি, শিয়ালদহ, হাওড়া এবং হাওড়া ময়দানের মতো স্টেশনগুলিতে টোকেন, স্মার্ট কার্ড কেনা এবং স্মার্ট কার্ড রিচার্জ করার জন্য সবচেয়ে বেশি পরিমাণে ইউপিআই লেনদেন নথিভুক্ত হয়েছে।

   

কী ভাবে করবেন পেমেন্ট?

ভিডিও বার্তায় কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, স্মার্ট কার্ড কেনা, স্মার্ট কার্ড রিচার্জ করা বা টোকেন কেনার সময় সঙ্গে যদি পর্যাপ্ত খুচরো না থাকে তাহলে তা ইউপিআই পদ্ধতিতে করে নেওয়া যাবে। এক্ষেত্রে যাত্রীকে কাউন্টারে গিয়ে প্রথমেই জানাতে হবে যে, তিনি ইউপিআই পদ্ধতিতে পেমেন্ট করতে চান। তাহলে কাউন্টারে বসে থাকা মেট্রো কর্মী তাঁকে একটি কোড দেবেন, যেটি ভেসে উঠবে স্ক্রিনে। আর সেই কোড স্ক্যান করলেই করা যাবে পেমেন্ট। সমস্ত কাউন্টারেই এই সুবিধা রাখা হয়েছে।

যুগান্তকারী পদক্ষেপ কলকাতা মেট্রোর, বর্ষার এবার মেট্রো-সফর একেবারে নির্ভয়ে

আলু ৪০, পেঁয়াজ ৫০, ১৫০ ছুঁল বেগুন – কলকাতার বাজার আগুন