বউবাজারে ফাটল ‘উয়োম্যান মেড ডিজাস্টার’: মহম্মদ সেলিম

মেট্রোরেল কাজের জেরে কলকাতার (Kolkata) মধ্যস্থলে বউবাজারে (Bowbazar- ধসের আতঙ্ক। বহু বাড়িতে ফাটল ধরেছে ফের। এলাকা পরিদর্শন করে সিপিআইএম (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (Md…

বউবাজারে ফাটল 'উয়োম্যান মেড ডিজাস্টার': মহম্মদ সেলিম

মেট্রোরেল কাজের জেরে কলকাতার (Kolkata) মধ্যস্থলে বউবাজারে (Bowbazar- ধসের আতঙ্ক। বহু বাড়িতে ফাটল ধরেছে ফের। এলাকা পরিদর্শন করে সিপিআইএম (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (Md Salim) বিস্ফোরক অভিযোগ, ‘উয়োম্যান মেড ডিসাস্টার।’ তিনি কি মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করলেন রাজনৈতিক মহলে চনছে তুমুল আলোচনা।

সেলিম বলেন,দিস ইজ কলড ম্যান মেড ডিসাস্টার। এটা পার্টিকুলার উয়োম্যান মেড ডিসাস্টার। আমি যখন উত্তর-পূর্ব কলকাতার সাংসদ, দিল্লিতে পার্লামেন্টের আরবান কমিটির স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, তখন লড়াই করে এটা আদায় করেছিলাম। যেমন পোস্তা থেকে এয়ারপোর্ট অবধি ফ্লাইওভার, ত্রমন এই ইস্ট ওয়েস্ট মেট্রো। কিন্তু তখন যিনি উত্তর-পশ্চিমে সাংসদ ছিলেন, সংকীর্ণ স্বার্থে সিআইটি দখল করা জমি দোকান মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট লাগিয়ে বলা হয়েছিল এখান দিয়ে মেট্রো যাবে না।

সেলিম বলেন, পৃথিবীব্যাপী মেট্রো রেল যায় রাস্তার নিচ দিয়ে। শিয়ালদহ ও হাওড়ার মাঝে রাস্তা রয়েছে। যেহেতু উনি রেলমন্ত্রী ছিলেন জেদ করে বললেন, শিয়ালদহ ও হাওড়ার কাছে ইস্-ওয়েস্ট মেট্রো হতে পারবে না। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের প্রোজেক্ট রেল দফতর নিয়ে নেয়। এটা পুরাতন বসতি রয়েছে। এখান দিয়ে মেট্রো গেলে কী ক্ষতি হতে পারে, সেটা এখানকার মানুষ ভালো করে জানবে।

Advertisements

অপরিকল্পিত মেট্রো প্রকল্পের জন্য আবারও ক্ষতির সম্মুখীন কলকাতার বৌবাজার অঞ্চলের বেশ কয়েকটি বাড়ি। এমনই অ়ভিযোগ সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের। অভিযোগ, ‘প্রায় নিয়মিত এই হেনস্থার শিকার হচ্ছেন বৌবাজার এলাকার মানুষ, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে না প্রশাসন।’

মেট্রোরেল প্রকল্পের কারণেই এমন দুর্দশা বলে অভিযোগ করছেন এলাকাবাসী। যে কোনও সময় বউবাজার এলাকা ধসে যেতে পারে বলে আশঙ্কা তীব্র।