পুজোয় বাড়তি রেকের ঘোষণা, জেনে নিন প্রথম ও শেষ মেট্রোর সময়সূচি

 কলকাতা: দুর্গাপুজোর ভিড় সামলাতে এবছরও যাত্রীদের জন্য বিশেষ পরিকল্পনা করেছে কলকাতা মেট্রো। শহরের অন্যতম প্রধান গণপরিবহণ হিসেবে উত্তর–দক্ষিণ ও ইস্ট–ওয়েস্ট উভয় রুটেই পরিবর্তিত সময়সূচি কার্যকর…

 কলকাতা: দুর্গাপুজোর ভিড় সামলাতে এবছরও যাত্রীদের জন্য বিশেষ পরিকল্পনা করেছে কলকাতা মেট্রো। শহরের অন্যতম প্রধান গণপরিবহণ হিসেবে উত্তর–দক্ষিণ ও ইস্ট–ওয়েস্ট উভয় রুটেই পরিবর্তিত সময়সূচি কার্যকর করা হবে। পাশাপাশি যাত্রীদের সুবিধার জন্য বাড়ানো হয়েছে মেট্রোর রেক সংখ্যা।

পঞ্চমী ও ষষ্ঠী (৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর ২০২২)
এই দু’দিন চলবে সর্বাধিক ২৮৮টি রেক। প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টা থেকে এবং শেষ মেট্রো চলবে রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ও দমদম রুটে অতিরিক্ত যাত্রী পরিষেবা চালু থাকবে।

   

সপ্তমী, অষ্টমী ও নবমী (২, ৩ ও ৪ অক্টোবর ২০২২)
পুজোর তিন প্রধান দিনে ২৪৮টি রেক চালানো হবে। দুপুর ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত চলবে পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এই তিন দিনে প্রতি ৬ মিনিট অন্তর মেট্রো চলবে।

দশমী (৫ অক্টোবর ২০২২)
দশমীর দিনে চলবে ১৩২টি রেক। দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে পরিষেবা।

একাদশী থেকে ত্রয়োদশী (৬, ৭ ও ৮ অক্টোবর ২০২২)
মোট ২৩৪টি রেক চলবে। প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে এবং শেষ পরিষেবা থাকবে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত।

Advertisements

ইস্ট–ওয়েস্ট মেট্রো (শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ)
সপ্তমী, অষ্টমী ও নবমীতে চলবে ৭২টি রেক এবং দশমীতে চলবে ৪৮টি রেক। সকাল ১১টা ৫৫ মিনিট থেকে রাত ১১টা ৪০ মিনিট পর্যন্ত পরিষেবা চলবে। সপ্তমী থেকে দশমী পর্যন্ত এই রুটে ২০ মিনিট অন্তর মেট্রো চলবে।

পুজোর ভিড় সামলাতে শুধুমাত্র সময়সূচির পরিবর্তন নয়, নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।প্রতিটি মেট্রো স্টেশনের বাইরে থাকবে পুলিশের ক্যাম্প। রেকগুলি নিয়মিত পরিষ্কার রাখা হবে। ডিসপ্লে বোর্ড ও তথ্যসূচি সচল রাখার জন্য প্রযুক্তিগত পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিদ্যুৎ বা যান্ত্রিক ত্রুটি এড়াতে আগাম মেরামতির কাজ শেষ করা হয়েছে।

আরপিএফ-কে বাড়তি সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে আত্মহত্যা রোধে। কালীঘাট, দমদম, শোভাবাজার, এমজি রোড, শ্যামবাজার, টালিগঞ্জ ও গীতাঞ্জলি স্টেশনকে ‘অতি ভিড়প্রবণ’ হিসেবে চিহ্নিত করে বিশেষ নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। কলকাতা মেট্রো আশা করছে, এবছর দুর্গাপুজোয় বাড়তি রেক ও বিশেষ সময়সূচির ফলে যাত্রীদের যাতায়াত হবে আরও সহজ ও নির্বিঘ্ন।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News