পুজোর আগে ব্লু লাইনের রাতের মেট্রো বন্ধ

কলকাতা: দুর্গাপুজোর মুখে কলকাতার নিত্যযাত্রীদের জন্য এল দুঃসংবাদ। বুধবার থেকে ব্লু লাইন (Metro Blue Line) মেট্রোর শেষ রাতের ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে…

Green Line Metro to Face 3-Day Traffic Block Starting Saturday

কলকাতা: দুর্গাপুজোর মুখে কলকাতার নিত্যযাত্রীদের জন্য এল দুঃসংবাদ। বুধবার থেকে ব্লু লাইন (Metro Blue Line) মেট্রোর শেষ রাতের ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরেই পরীক্ষামূলকভাবে রাত ১০টা ৪০ মিনিটে দমদমগামী শেষ মেট্রো চালানো হচ্ছিল। এবার সেই পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। মেট্রোর দাবি, কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ থাকায় পরিষেবায় পরিবর্তন আনা হয়েছে, যার ফলে ব্লু লাইনের রাতের এই বিশেষ পরিষেবা স্থগিত করা হচ্ছে।

মেট্রো কর্তৃপক্ষের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো রাত ৯টা ২৮ মিনিটে ছাড়বে। অন্যদিকে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৪ মিনিটে। অর্থাৎ রাতের শেষ ট্রেনের সময় এক ঘণ্টারও বেশি এগিয়ে আসছে। প্রতিদিন বহু যাত্রী যারা কাজ সেরে বা বাজার করে দেরিতে বাড়ি ফেরেন, তাঁরা এই পরিবর্তনে চরম সমস্যায় পড়বেন বলে আশঙ্কা।

   

এদিকে দুর্গাপুজোর আগে মেট্রো যাত্রীসংখ্যা যে দ্রুত বাড়ছে, তা-ও মেট্রোর নিজস্ব রিপোর্টে স্পষ্ট। সোমবারই মেট্রোর সমস্ত করিডর মিলিয়ে ৮ লাখের বেশি যাত্রী যাতায়াত করেছেন। এর মধ্যে শুধু ব্লু লাইনেই যাত্রীসংখ্যা ছিল প্রায় ৫.৮৪ লাখ। গ্রিন লাইন (সল্টলেক সেক্টর ফাইভ–হাওড়া ময়দান করিডর) ব্যবহার করেছেন প্রায় ২ লাখ মানুষ। ইয়েলো, অরেঞ্জ এবং পার্পল লাইনে যথাক্রমে ৭ হাজার, ৫ হাজার ৫০০ এবং ৬ হাজার ৭০০ যাত্রী ভ্রমণ করেছেন।

পরিষ্কার বোঝা যাচ্ছে যে শহরে মেট্রোর উপর নির্ভরশীলতার মাত্রা ক্রমশ বাড়ছে। মেট্রো রেল কর্তৃপক্ষ শহরের বিভিন্ন প্রান্তে নতুন মেট্রো রুট চালুর পাশাপাশি যাত্রীদের জন্য অতিরিক্ত সুবিধা দেওয়ার পরিকল্পনা করলেও, রাতের শেষ ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ এবং অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে বেসরকারি অফিস, ব্যবসা বা দেরি রাতের কাজের সঙ্গে যুক্ত যাত্রীরা এখন বিকল্প যাতায়াত ব্যবস্থা খুঁজতে বাধ্য হবেন।

Advertisements

মেট্রো রেলের তরফে দাবি করা হয়েছে, কবি সুভাষ মেট্রো স্টেশনের রক্ষণাবেক্ষণ ও পরিষেবা উন্নতির কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও আগামী দিনে এই পরিষেবা ফের চালু করা হবে কি না, সে বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট ঘোষণা করা হয়নি। যাত্রীদের একটি বড় অংশের বক্তব্য, পুজোর ঠিক আগে এই ধরনের পরিবর্তন তাঁদের যাতায়াতকে আরও কঠিন করে তুলবে।

প্রসঙ্গত, কলকাতা মেট্রো দেশে প্রথম পাতাল রেল পরিষেবা হিসেবে পরিচিত। শহরের উত্তর-দক্ষিণের যোগাযোগে ব্লু লাইন মেট্রো যাত্রীদের অন্যতম প্রধান ভরসা। তাই রাতের মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যাওয়া নিঃসন্দেহে কলকাতাবাসীর দৈনন্দিন জীবনযাত্রায় প্রভাব ফেলবে।