অফিস টাইমে চলন্ত মেট্রোর (Kolkata Metro) সামনে যুবকের ঝাঁপ। রবীন্দ্র সদন স্টেশনের ঘটনা। এর জেরে রবীন্দ্র সদন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ। যাত্রীরা বিপাকে।
অফিস টাইমে যুবক আত্মহত্যার জন্য ট্রেনের সামনে ঝাঁপ মারে। থামিয়ে দেওয়া হয় মেট্রো। এমারজেন্সি দরজা খুলে যাত্রীদের নামিয়ে মেট্রো খালি করা হয়। জানা গেছে যুবকের দেহ বের করে ফের ট্রেন চালানো হবে। মেট্রো রেল সূত্রে খবর, পাওয়ার ব্লক অর্থাৎ বৈদ্যুতিন সংযোগ বিচ্ছিন্ন করে রবীন্দ্র সদন স্টেশনের দুর্ঘটনার অংশে কাজ চলছে।
Advertisements