Firhad Hakim criticizes: রবীন্দ্রজয়ন্তীতে নোবেল বিতর্কে CBI-কে কটাক্ষ ফিরহাদের

মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) রবীন্দ্রজয়ন্তীতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে কটাক্ষ করলেন তিনি। বললেন, “দেশের সবচেয়ে বেশি কর্মদক্ষ সংস্থা চুরি হওয়া নোবেল এখনও উদ্ধার করতে পারল না।”

Firhad Hakim

মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) রবীন্দ্রজয়ন্তীতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে কটাক্ষ করলেন তিনি। বললেন, “দেশের সবচেয়ে বেশি কর্মদক্ষ সংস্থা চুরি হওয়া নোবেল এখনও উদ্ধার করতে পারল না।”

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পাশাপাশি রাজ্যের বিরোধী দল বিজেপিকে কটাক্ষ করে ফিরহাদ বলেন, “যারা সহজপাঠ আর বর্ণপরিচয় কে লিখেছিলেন সেটা জানেন না, তাঁরা এই বাংলাতে কীভাবে রাজনীতি করবে?”

তিনি আরও বলেন, “রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে জন্মেছিলেন, যারা একথা বলে তাদের দ্বারা বাংলার রাজনীতি হবে না।” আরও বলেন, “এটা বাংলার মানুষের দুর্ভাগ্য । এতবছর তদন্ত করেও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এখনও চুরি যাওয়া নোবেল উদ্ধার করতে পারল না।”

কলকাতার সায়েন্স সিটিতে অমিত শাহের সভা প্রসঙ্গে তিনি বলেন, “2024 সালে ভোট তাই অমিত শাহ আসছেন। ভোট মিটে গেলে আবার রবীন্দ্রনাথকে ভুলে যাবেন।”

তিনি আরও জানান, যদি তার কাছে আবেদন করা হত তাহলে কলকাতা পৌরনিগম ওই অনুষ্ঠানের বিনোদন কর ছাড় দিত। কেউ আবেদন করেননি তাই পৌরনিগমের আইনের বাইরে গিয়ে ছাড় দেওয়ার প্রশ্ন নেই।

বিজেপিকে কটাক্ষ করে বলেন, “যারা শুধু ভোটের কথা ভেবে রবীন্দ্রনাথেকে নিয়ে রাজনীতি করছেন তাঁরা কোনওদিন কবিগুরুকে ভালোবাসতে পারবেন না। আর তাই এরা কোনওদিন বাংলার মানুষের হৃদয়ে স্থান পাবেন না।”

এ প্রসঙ্গে, বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রাই অভিযোগ করেন, এই ফিরহাদ হাকিমই মেটিয়াবুরুজকে মিনি পাকিস্তানের আখ্যা দিয়েছিলেন। তিনি আরও অভিযোগ করে বলেন, “যারা এই রাজ্যে মা’কে আম্মা আর পিতাকে আব্বা বলা বাঙালির সংস্কৃতি বলে দাবি করেন তাঁরা রবীন্দ্রনাথ আর বিদ্যাসাগরকে কী বুঝবেন?”