কাশী বোস লেনের পর লেক মল, অজ্ঞাতপরিচয় দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

রবিবার সকালে শহরের বুকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ ঘিরে ছড়াল চাঞ্চল্য। এদিন সকালে লেক মলের সামনে এক ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়ে। মৃত ব্যক্তির নাম…

Lake police station under kolkata police

short-samachar

রবিবার সকালে শহরের বুকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ ঘিরে ছড়াল চাঞ্চল্য। এদিন সকালে লেক মলের সামনে এক ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়ে। মৃত ব্যক্তির নাম বিশু হালদার। মলের সামনে তার ফুলের দোকান রয়েছে। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

   

পোর্টাল খুলে ১০০ জনকে নিয়ে আবারও শুভেন্দুর অভিযান! পদ্মবনের অধিকার বাঁচাতে রাজভবনই ভরসা?

এদিন কাকভোরে মলের সামনে দেহ ঝুলতে দেখার বিষয়টি প্রথম নজরে আসে প্রাতঃভ্রমণকারীদের। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে। তারপরে এদিন ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে নতুন করে শোরগোল তৈরি হয়েছে শহরে।

যেমন কথা তেমন কাজ! কল্যাণের বাড়িতে ৬৩টি রসগোল্লা পাঠালেন কুণাল

গতকাল শনিবার উত্তর কলকাতার কাশী বোস লেনের রাস্তা খুঁড়তেই বেরিয়ে এসেছিল মহিলার পচা গলা দেহ। ওই এলাকায় পুরসভার পাইপলাইন বসানোর কাজ চলছিল। এমন সময় হঠাত্ রাস্তা খুঁড়তে এক মহিলার পচাগলা দেখতে পেয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তীব্র দুর্গন্ধে ছেয়ে যায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কাশি বোস লেনের ১৭ নম্বর ওয়ার্ডের এই ঘটনা ঘিরে জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে গোটা শহরজুড়েই। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।