রথের দিন কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই প্লাস্টিক কারখানা

রথের দিন কলকাতায় অগ্নিকাণ্ড (Kolkata Fire)! বাইপাস সংলগ্ন এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের (Kolkata Fire) ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আনন্দপুর থানার অন্তর্গত পশ্চিম চৌবাগার একটি প্লাস্টিক কারখানায়…

রথের দিন কলকাতায় অগ্নিকাণ্ড (Kolkata Fire)! বাইপাস সংলগ্ন এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের (Kolkata Fire) ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আনন্দপুর থানার অন্তর্গত পশ্চিম চৌবাগার একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। দাহ্য পদার্থ হওয়ায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল ৫টা ১৫ নাগাদ পশ্চিম চৌবাগার ওই প্লাস্টিক কারখানা থেকে আচমকা ধোঁয়া বের হতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রাই দমকল ও পুলিশে খবর দেন। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। একে একে ৮টি ইঞ্জিন এলাকায় পৌঁছয়।

   

কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা। আগুনের লেলিহান শিখা মুহূর্তেই গ্রাস করে গোটা কারখানাকে। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগার ফলে কারখানার পাশের বাড়িগুলিতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই এলাকাবাসীকে দ্রুত সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এখনও আগুনের শিখা দেখা যাচ্ছে। 

১০ জুলাই উপনির্বাচন, কোথায় এগিয়ে কে? দেখুন লোকসভা ভোটের নিরিখে ৪ বিধানসভার ফল

তিনতলা ওই বাড়ির ভেতরে আগুন কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে, তা এখন বুঝতে পারছেন না দমকলকর্মীরা। বাড়ির একাধিক জায়গায় ফাটল ধরায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। দমকলের পাশাপাশি এলাকার মানুষও আগুন নেভানো কাজে হাত লাগিয়েছেন। দ্রোন দিয়ে ওই বাড়ির চারিদিকে নজর রাখার চেষ্টা চালানো হচ্ছে।

এর আগে গত মঙ্গলবার বাইপাস সংলগ্ন ধাপার মাঠে আগুন লাগে। মোবিল কারখানার গুদামে আগুন লাগার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন পৌঁছয়। ওই মবিল কারখানার ভেতরে থাকা একাধিক ড্রাম বিকট শব্দে ফাটতে থাকে। এলাকায় রীতিমতো এই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল।

উপনির্বাচনে আগে বিজেপিতে বিরাট ভাঙন, দল ছাড়লেন বহু কর্মী