কলকাতা: আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৭তম আন্তর্জাতিক বইমেলা৷ শেষ হবে আগামী ৩১ জানুয়ারি৷ বইমেলা উপলক্ষ্যে ইতিমধ্যে স্পেশাল বাস পরিষেবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ আর এবার স্পেশ্যাল মেট্রো সার্ভিস ঘোষণা করল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ৷
মেট্রো রেলের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, আগামী ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ইস্ট-ওয়েস্ট করিডোরে অতিরিক্ত পরিষেবা দেবে কলকাতা মেট্রো রেল৷ এই পরিষেবা মিলবে রবিবারেও৷ জানা গিয়েছে, সোমবার থেকে শনিবার পর্যন্ত ১০৬টি রেল চলার বদলে ১২০টি মেট্রো চালানো হবে৷
মেট্রো রেল সূত্রে খবর, মেলা চলাকালীন ভোর ৬টা ৫৫ থেকে রাত ১০টা পর্যন্ত মিলবে মেট্রো পরিষেবা৷ সেই সঙ্গে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণে রাখতে দুপুর ২টো ৫৫ মিনিট থেকে ৯টা ১৯ মিনিট পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে চলবে ট্রেন৷ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের জন্য শেষ মেট্রো ছাড়বে রাত্রি ৯টা ৩৫ মিনিটে৷ আবার সল্টলেক সেক্টর ফাইফ থেকে শিয়ালদহর শেষ মেট্রো ছাড়াবে রাত্রি ৯টা ৪০ মিনিটে৷
এই শাখায় রবিবার মেট্রো চলে না৷ কিন্তু বইমেলা উপলক্ষ্যে ১৮ থেকে ৩১ জানুয়ারি রবিবারেও পরিষেবা মিলবে মেট্রোর৷ রবিবার আপ-ডাউন মিলিয়ে মোট ৮০টি ট্রেন চলবে৷ এদিনেও দুপুর ২টো ৫৫ মিনিট থেকে রাত্রি ৯টা ১৯ মিনিট পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো৷
রবিবার শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের প্রথম পরিষেবা পাওয়া যাবে দুপুর ১২টা ৫৫ মিনিটে৷ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদার জন্য ছাড়বে দুপুর ১টায়৷ আবার শিয়ালদহ থেকে সল্টলেকগামী শেষ মেট্রো চলবে রাত ৯টা ৩৫ মিনিটে৷ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদার জন্য শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটে৷