Kolkata Airport: আগুন ধরার সময় কলকাতা বিমানবন্দরের স্বয়ংক্রিয় পদ্ধতি কাজ করেনি

কলকাতা বিমানবন্দরের (kolkata airport) সিকিওরিটি চেকিংয়ের জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে তীব্র আতঙ্ক। তবে বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে বলে জানানো হয়েছে।

Kolkata-Airport

কলকাতা বিমানবন্দরের (kolkata airport) সিকিওরিটি চেকিংয়ের জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে তীব্র আতঙ্ক। তবে বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে বলে জানানো হয়েছে। রাত নটার কিছু পরে আগুন লাগে। মুহূর্তে সেই লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। জানা যাচ্ছে, বিমানবন্দরের স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকলেও সেটি কাজ করেনি।

কেন এই ব্যবস্থা কাজ করেনি তা নিয়ে প্রশ্ন উঠছে। অগ্নিনির্বাপক ব্যবস্থা কাজ করলে আগুন ছড়াত না। তবে আগুন ছড়ানোর আগেই নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে জানানো হয়। আতঙ্কিত যাত্রীরা এয়ারপোর্টের বাইরে আছেন।

ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা দল। বিমানবন্দর কর্তৃপক্ষ আগুনের কারণ নিয়ে এখনও কিছু জানায়নি। তবে সূত্র মারফত জানা যাচ্ছে যে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। আগুনের জেরে বিমান ওঠা নামা সাময়িক বন্ধ রয়েছে।