Kolkata: বকেয়া ডিএ-র দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন তৃতীয় দিনে

Kolkata: বকেয়া ডিএ-এর দাবিতে উত্তপ্ত হচ্ছে বাংলার মাটি৷ রাজ্য সরকার বার বার টালবাহানা করায় সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন আরও তীব্রতর হচ্ছে৷

kolkata demand of DA

short-samachar

Kolkata: বকেয়া ডিএ-এর দাবিতে উত্তপ্ত হচ্ছে বাংলার মাটি৷ রাজ্য সরকার বার বার টালবাহানা করায় সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন আরও তীব্রতর হচ্ছে৷ গত তিনদিন ধরে এই দাবিতে কলকাতার রাজপথে সংগ্রামী যৌথ মঞ্চের হাজার হাজার সমর্থক৷ তবে এখনও পর্যন্ত তাদের আন্দোলনে কোন সাড়া দেয়নি বাংলার রক্ষকরা৷

   

বকেয়া ডিএ-র দাবিতে আজ, রবিবার তৃতীয় দিনে পড়ল৷ ২৮টি সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন চলছে। আজকের মধ্যে ডিএ নিয়ে রাজ্য সরকার কোনও ঘোষণা না করলে, বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। শুক্রবার দুপুর থেকে শহিদ মিনারের নীচে ধর্নায় সামিল হয়েছে সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ২৮টি সংগঠনের যৌথ মঞ্চ।