KMDA: কসবা-ব্যারাকপুরে জলের দরে ফ্ল্যাট দেবে কেএমডিএ

বাংলার মধ্যবিত্তদের জন্য বিরাট সুখবর শোনার রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতর৷ এখন সাধ্যের মধ্যেই স্বাদের ফ্ল্যাট দেবে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথিরিটি (KMDA)৷

KMDA will provide flats at low prices

বাংলার মধ্যবিত্তদের জন্য বিরাট সুখবর শোনার রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতর৷ এখন সাধ্যের মধ্যেই স্বাদের ফ্ল্যাট দেবে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথিরিটি (KMDA)৷ কলকাতাসহ শহরতলির কসবা, কল্যাণী এবং ব্যারাকপুরের মতো জায়গায় এই ফ্ল্যাটগুলি পাওয়া যাচ্ছে। কেএমডিএ সুত্রে জানা গিয়েছে, কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট কর্পোরেশনের মধ্যাহ্ন প্রকল্পের মাধ্যমে এই ফ্ল্যাট খুব কম দামেই পাবেন বাঙালিরা। মাত্র ১১ লক্ষ টাকার ফ্ল্যাট মিলবে কসবা-ব্যারাকপুরে! আবেদন করুন এখনই।

আবেদন করার জন্য একাধিক নিয়মাবলী দেওয়া হয়েছে কেএমডিএর পক্ষ থেকে। মধ্যাহ্ন প্রকল্পের আওতায় এই ফ্ল্যাট পেতে রাখা হয়েছে বেশ কিছু শর্ত। তাতে জানানো হয়েছে, আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে। এক্ষেত্রে প্যান কার্ড থাকা বাধ্যতামূলক। তবে এই ফ্ল্যাটের আবেদনের জন্য বার্ষিক আয়ের কোনও ঊর্ধ্বসীমা রাখা হয়নি। প্রবাসী ভারতীয়রাও এই আবেদন করতে পারবেন। তবে পাওয়ার অব অ্যাটর্নি থাকতে হবে স্থানীয় কোনও ব্যক্তিকেই।

কসবা অঞ্চলে ফ্ল্যাট নিতে গেলে ইস্ট কলকাতা টাউনশিপ হাউজিং কোঅপারেটিভের সদস্য হতে হবে। সেখানে বলা হয়েছে মধ্যাহ্ন প্রকল্পে বাছাই করা বেসরকারি ব্যাঙ্কের নির্দিষ্ট শাখা থেকে এবং সংস্থার ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।

কেএমডিএ সুত্রে জানা গিয়েছে, ১০ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণের কাজ শুরু হয়েছে। ৪ মার্চ অবধি নেওয়া হবে আবেদন। আবেদনগ্রহণ পর্ব শেষ হলে লটারির মাধ্যমে ফ্ল্যাটগুলি বণ্টন করা হবে। আগামী ৪ মার্চের মধ্যে আবেদনপত্র জমা দেওয়া যাবে সল্টলেক ও কসবার নির্দিষ্ট বেসরকারি ব্যাঙ্কের শাখায়।

কসবায় অ্যাক্রোপলিস মলের পাশে ২৭৪ নম্বর রাজডাঙা গোল্ড পার্কে ৪৮টি ফ্ল্যাট তৈরি করা হয়েছে কেএমডিএর৷ ৩৩টি টু বিএইচকে ফ্ল্যাট রয়েছে। প্রতিটির আয়তন ৬৭৮ বর্গফুট। যার বাজারমূল্য ৩৩ লাখ ১৪ হাজার ৫৭২ টাকা। এই ফ্ল্যাট কেনার আবেদনপত্রের সঙ্গে অনলাইনে জমা দিতে হবে এক লক্ষ টাকা। বাকি ফ্ল্যাটগুলি ওয়ান বিএইচকে। এছাড়াও ৩৮৮, ৩৮৩ এবং ৩৭০ বর্গফুটের এই ফ্ল্যাটগুলি মিলবে ১৮ লক্ষ ৯৬ হাজার ৮৩৪ টাকা থেকে শুরু করে ১৮ লক্ষ ৮ হাজার ৮৩৮ টাকার মধ্যে। এই তিন ধরনের ফ্ল্যাটের জন্য আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে ৫০ হাজার টাকা।

অন্যদিকে, ব্যারাকপুরে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ওয়ারলেস মোড়ের কাছে ৬৫০ বর্গফুটের ফ্ল্যাটের দাম রাখা হয়েছে ১৯ লক্ষ ৭৭ হাজার ৭ টাকা। এর জন্য আবেদনের সঙ্গে ৫০ হাজার টাকা জমা দিতে হবে। সেই সঙ্গে ৩৭৫ বর্গফুটের ফ্ল্যাট রয়েছে। যার মূল্য ১১ লাখ ৮১ টাকা। সেখানে আবেদনের জন্য ৩০ হাজার টাকা দিতে হবে।