News desk: কলকাতা (Kolkata) ফের একবার সবুজ হতে চলেছে। তেমনটাই বলছে ভোট গণনার (KMC Election) প্রাথমিক ফল। ১১টা কেন্দ্রে চলছে পুরভোটে গণনা। শুরুতেই প্রায় সব ওয়ার্ডে এগিয়ে তৃণমূল।
পুর লড়াইয়ের নতুন প্রার্থী কাজরি বন্দ্যোপাধ্যায়, পূজা পাঁজা নিজেদের ওয়ার্ডে এগিয়ে। ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, পরেশ পাল, অতীন ঘোষের মতো হেভিওয়েট প্রার্থীরা এগিয়ে নিজেদের ওয়ার্ডে। পুরসভার ৭নং ওয়ার্ডে বাপি ঘোষ এগিয়ে। ৮ নং ওয়ার্ডে গণনার শুরুতেই এগিয়ে গেল তৃণমূল।
ইতিমধ্যেই নিজের তিন কন্যাকে নিয়ে কাউন্টিং সেন্টারে পৌঁছেছেন ফিরহাদ হাকিম। ‘এই ইলেকশন আমাদের কাছে খুব ছোট্ট ইলেকশন’ মন্তব্য ৮২ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর। অন্যদিকে, ৮৮ নং ওয়ার্ডে এগিয়ে মালা রায়। ৩১ নং ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী পরেশ পাল, ৪১ টি ভোটে এগিয়ে তিনি।