KK Death: হোটেলের যাওয়ার সময় নিজেই হেঁটে গেছেন কেকে, মৃত্যু ঘিরে দানা বাঁধছে রহস্য

গতকাল, মঙ্গলবার নজরুল মঞ্চের অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছিলেন বিখ্যাত বলিউড সঙ্গীতশিল্পী কেকে (KK)। কিন্তু কয়েক মুহুর্তের ঘটনা সারা দেশজুড়ে শোকের ছায়া ডেকে আনে। ঠিক কী কারণে…

KK walked by himself while going to the hotel

short-samachar

গতকাল, মঙ্গলবার নজরুল মঞ্চের অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছিলেন বিখ্যাত বলিউড সঙ্গীতশিল্পী কেকে (KK)। কিন্তু কয়েক মুহুর্তের ঘটনা সারা দেশজুড়ে শোকের ছায়া ডেকে আনে। ঠিক কী কারণে মৃত্যু হয়েছিল কেকের? নজরুল মঞ্চের অত্যাধিক ভিড়? নাকি মিসম্যানেজমেন্টের কারণে ঘটনাটি ঘটেছে? নাকি এটা মারাত্মক কার্ডিয়াক অ্যারেস্ট? ইতিমধ্যেই ভাইরাল হয়েছে একটি সিসিটিভি ফুটেজ৷

   

সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে পায়ে হেঁটেই হোটেলের রুমে গিয়েছিলেন কেকে। তার গলায় ছিল সাদা রঙের তোয়ালে। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে, যখন লিফটে ছিলেন তখন তিনি মাথা নীচু করেছিলেন। তাহলে কী আগে থেকেই ধীরে ধীরে নিস্তেজ হচ্ছিল কেকের শরীর?

KK walked by himself while going to the hotel

শিল্পীর ম্যানেজার রীতেশ ভট্ট জানিয়েছেন, হোটেলের ঘরে ঢুকে বসতে গিয়েই মাটিতে পড়ে যান কেকে। টেবিলের কোনায় লেগে কেকে-র মাথা কেটে যায়। এর পরেই রীতেশ ঘরের বাইরে বেরিয়ে চিৎকার করে হোটেল কর্মীদের ডাকতে থাকেন। সাড়াশব্দ না পেয়ে শেষমেশ রিসেপশনে ফোন করে লোক পাঠাতে বলেন তিনি। সেখান থেকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

মঙ্গলবারের অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত কেকে মাতিয়ে রেখেছিলেন। কিন্তু দর্শক সংখ্যা বেড়ে যাওয়ার পরেই অস্বস্তি বাড়তে শুরু করেন। তাই বার বার চলে যাচ্ছিলেন মঞ্চের পিছনের অংশে। নিচু টেবিলে রাখা রুমাল ও জলের বোতল থেকে বারবার জল খাচ্ছিলেন৷ মুখ-মাথা মুছে গলায় অল্প জল ঢেলে আবার পরের গান।

তবে অনুষ্ঠান শেষে ক্লান্ত মনে হয়েছিল তাঁকে৷ ঘাম ঝড়ছিল অনবরত৷ ম্যানেজারের বক্তব্য, অনুষ্ঠানের পর গাড়িতে উঠে কেকে বলেন শীত করছে। এসিটা বন্ধ করতে। শরীরে অস্বস্তির কথা বারবার বলছিলেন তিনি৷

অন্যদিকে, ময়নাতদন্তের রিপোর্টে বলা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কেকের৷ শারীরিক অসুস্থতার কারণে নাকি এর পিছনে অন্য কোনও সত্যি লুকিয়ে আছে, তা জানার জন্য অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছিল। সেই তদন্ত করছে কলকাতার নিউমার্কেট থানার পুলিশ।