KIFF 2022: চলচ্চিত্র উৎসব থেকে সিনেমা শিল্পে বিনিয়োগের ডাক মমতার

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে যে বিপুল বিনিয়োগ হবে বলে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী তা নিয়ে বিতর্ক প্রবল। বঙ্গে বিনিয়োগ বিমুখ শিল্পমহলকে এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র…

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে যে বিপুল বিনিয়োগ হবে বলে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী তা নিয়ে বিতর্ক প্রবল। বঙ্গে বিনিয়োগ বিমুখ শিল্পমহলকে এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF 2022) থেকে চলচ্চিত্র শিল্পে বিনিয়োগ করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার থেকে কলকাতায় শুরু হলো ২৭ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের প্রধান অতিথি সদ্য তৃণমূল কংগ্রেস সাংসদ শত্রুঘ্ন সিনহা। তিনি জনপ্রিয় অভিনেতা। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন টলিউডের কলাকুশলীরা। উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

টসিউড সিনেমা শিল্পের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিনেমা শিল্প ঘিরে অর্থনীতি তৈরি হয়। বাংলার অর্থনীতিতে অবদান রয়েছে এই শিল্পক্ষেত্রের। তিনি আরও বলেন, বাংলায় প্রচুর প্রতিভা রয়েছে। রাজ্যে প্রতিভার কোনও কমতি নেই। বাংলায় প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। পাহাড়, সমুদ্র, জঙ্গল-সব রয়েছে। বাংলায় সিনেমা শিল্পের উন্নতির বহু সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, বাংলার চলচিত্র বিশ্বের মধ্যে সেরা। বাংলার টেলিশিল্প এবং সিনেমা শিল্পে বহু সম্ভাবনা রয়েছে। সেই কারণে এই শিল্পে বিনিয়োগ করার ডাক দেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, এবারের চলচিত্র উৎসবে পার্টনার কান্ট্রি ফিনল্যান্ড। সেই দেশের সাতটি সিনেমা এসেছে আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে। উদ্বোধনী অনুষ্ঠানে লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় থেকে বাপি লাহিড়ী প্রয়াত কিংবদন্তিদের স্মরণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবারের চলচ্চিত্র উৎসবে ছিলেন না অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান কেউ।