Madan Mitra: অসুস্থ মদন মিত্রের আজ অপারেশন

এসএসকেএম হাসপাতালে ভর্তি তৃণমূল বিধায়ক (Madan Mitra) মদন মিত্র। নিউমোনিয়ার সমস্যা নিয়ে ভর্তি হন তৃণমূলের এই হেভিওয়েট নেতা। তবে হাসপাতালে পড়ে গিয়ে তার কাঁধের হাড়…

Madan Mitra

এসএসকেএম হাসপাতালে ভর্তি তৃণমূল বিধায়ক (Madan Mitra) মদন মিত্র। নিউমোনিয়ার সমস্যা নিয়ে ভর্তি হন তৃণমূলের এই হেভিওয়েট নেতা। তবে হাসপাতালে পড়ে গিয়ে তার কাঁধের হাড় ভেঙে যায়। চিকিৎসকরা জানান অপারেশন করতে হবে।  কামারহাটির তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের অস্ত্রোপচার আজ। 

হাসপাতাল সূত্রে খবর। মদন মিত্র বর্তমানে রয়েছেন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। বুধবার ট্রমা কেয়ারে অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা রয়েছে।

   

 গত বৃহস্পতিবার আচমকা খিঁচুনির সময়ে ফাউলার্স বেডের রেলিংয়ে ধাক্কা লেগে বাঁ কাঁধ ও হাতের সংযোগস্থলের হাড়ে চিড় ধরে তার। চিকিৎসকদের আশা, অপারেশন করলে ভালো ভাবেই জুড়ে যাবে ভাঙা হাড়।

এসএসকেএম সূত্রের খবর, মদন মিত্রের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডও মঙ্গলবার বৈঠক বসেছিল। জানা গিয়েছে, রক্তে অক্সিজেনের মাত্রা, ফুসফুসের অবস্থা এবং শরীরের অন্যান্য মাপকাঠি অস্ত্রোপচার করার পক্ষে সন্তোষজনকই আছে। তাই অপারেশন-পর্ব সেরে ফেলা হবে এখনই।

আপাতত প্রাক্তন মন্ত্রী হাসপাতালের মেন ব্লকের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। ৪ নভেম্বর নিউমোনিয়া নিয়ে তিনি হাসপাতালের উডবার্ন ব্লকে ভর্তি হয়েছিলেন। কিন্তু আচমকা রক্তচাপ বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া এবং খিঁচুনির কারণে তাকে সিসিইউ-তে স্থানান্তর করা হয়। কিন্তু এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেই বুধবার ট্রমা কেয়ার সেন্টারের ওটি-তে হাড়ের অপারেশন হওয়ার কথা মদনের।