ন’মাস বন্ধ কবি সুভাষ মেট্রো, ভোগান্তি কমাতে বিশেষ পরিষেবা চালু রাজ্যের

স্টেশন সংস্কারের কাজের জন্য আগামী প্রায় ১০ মাস বন্ধ থাকবে নিউ গড়িয়ার কবি সুভাষ মেট্রো স্টেশন (Kavi Subhash Metro Station)। ইতিমধ্যেই এই স্টেশন বন্ধ হয়ে…

ন’মাস বন্ধ কবি সুভাষ মেট্রো, ভোগান্তি কমাতে বিশেষ পরিষেবা চালু রাজ্যের

স্টেশন সংস্কারের কাজের জন্য আগামী প্রায় ১০ মাস বন্ধ থাকবে নিউ গড়িয়ার কবি সুভাষ মেট্রো স্টেশন (Kavi Subhash Metro Station)। ইতিমধ্যেই এই স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক ভোগান্তিতে পড়েছেন নিউ গড়িয়া, গড়িয়া, পাঁচপোতা ও আশপাশের হাজার হাজার যাত্রী। এই সমস্যা দূর করতেই এবার কবি সুভাষ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত শাটল বাস পরিষেবা চালু করছে রাজ্যের পরিবহণ দপ্তর।

আগামী সোমবার (৫ আগস্ট) থেকে যাত্রীরা এই পরিষেবা ব্যবহার করতে পারবেন। বাসগুলি চলবে সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত—অফিস টাইমকে মাথায় রেখেই সময় নির্ধারণ করা হয়েছে। ৩২ সিটের প্রতিটি বাসের ভাড়া মাত্র ১০ টাকা রাখা হয়েছে, যাতে যাত্রীরা সহজে এই পরিষেবা গ্রহণ করতে পারেন।

   

নিউ গড়িয়া অঞ্চলের বাসিন্দারা বলছেন, এতদিন তাঁরা ১০ মিনিটের মধ্যে হেঁটে কবি সুভাষ স্টেশনে পৌঁছে মেট্রো ধরে কর্মস্থলে যেতেন। কিন্তু এখন শহিদ ক্ষুদিরাম স্টেশন পৌঁছতে অটো বা রিকশায় ৩০–৪০ মিনিট সময় লাগছে। সেই সঙ্গে বেড়ে গিয়েছে যাতায়াত খরচও।

মেট্রো স্টেশন বন্ধের প্রভাব পড়েছে যাত্রীসংখ্যার উপরেও। মেট্রো সূত্রে খবর, গড় হিসাবে প্রতিদিন প্রায় ২৫ হাজার যাত্রী কমে গিয়েছে। সাধারণ সময়ে দিনে ৫.৫ লাখ থেকে ৫.৭৫ লাখ যাত্রী মেট্রো ব্যবহার করেন। কিন্তু গত কয়েকদিনে যাত্রী সংখ্যা ৫.৫ লাখের গণ্ডিও পেরোয়নি।

এই পরিস্থিতিতে শহিদ ক্ষুদিরাম স্টেশন হয়ে উঠেছে মূল ভরসা, কিন্তু সেখানে বাড়ছে ভিড়, যানজট এবং দীর্ঘ অটো লাইন। এই বাড়তি চাপ সামলাতে ক্ষুদিরাম স্টেশনের চারপাশ কার্যত একটি অটোস্ট্যান্ডে পরিণত হয়েছে, যা আরও সমস্যার সৃষ্টি করছে।

Advertisements

দক্ষিণ ২৪ পরগনার বহু বাসিন্দা—বিশেষত ক্যানিং, ডায়মন্ড হারবার, জয়নগরের মানুষজন—গড়িয়া অঞ্চলে ভাড়া বাড়িতে থাকেন শুধু মেট্রো সুবিধার জন্য। এখন অনেকেই মেট্রো এড়িয়ে বাইপাস ধরে বাসে যাতায়াত করছেন, যাতে সময় ও খরচ কিছুটা বাঁচে।

একজন নিত্যযাত্রী জানালেন, “কবি সুভাষ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রোয় সময় লাগত দু’মিনিট। এখন অটো নিয়ে যেতে ৪০ মিনিট লাগছে। ট্র্যাফিক জ্যাম থাকলে আরও বেশি।”

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কবি সুভাষ স্টেশনের একাধিক প্ল্যাটফর্ম পিলারে ফাটল দেখা দেওয়ায় বড় মেরামতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুরক্ষার দিকটি মাথায় রেখেই এই সিদ্ধান্ত। পুরো কাজ শেষ হতে প্রায় ৯–১০ মাস সময় লাগবে।

ততদিন পর্যন্ত শহিদ ক্ষুদিরামই হবে উত্তর-দক্ষিণ মেট্রো শাখার শেষ স্টেশন। ফলে এই অঞ্চলের মানুষের অসুবিধা মেটাতে পরিবহণ দপ্তর এই বাস পরিষেবা চালু করছে। রাজ্য সরকারের দাবি, এতে যাত্রীদের সুবিধা হবে এবং শহরে মেট্রো ব্যবহার আবারও ছন্দে ফিরবে।