নবান্নের পর এবার কালীঘাটেও (Kalighat) শুরু হল এক টানটান মুহুর্ত। আবারো সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জুনিয়র চিকিৎসকদের মধ্যেকার হওয়া বৈঠকের লাইভ স্ট্রিমিং নিয়ে যত জটিলতা শুরু হয়েছে। দু ঘন্টার ওপর কেটে গেলেও দুপক্ষের মধ্যে বৈঠকও শুরু হয়নি। এদিকে আন্দোলনকারীদের অপেক্ষায় বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে থাকতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে।
সামাজিক মাধ্যমে বেশ একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে মুখ্যমন্ত্রীকে কালীঘাটের বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যাচ্ছে। এদিকে বৈঠকের স্বচ্ছতার দাবিতে অনড় রয়েছেন আন্দোলনকারীরাও। তাঁরাও নিজেদের দাবি থেকে এক চুল সরতে রাজি নন। লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিংয়ের অনুমতি না দেওয়া পর্যন্ত জুনিয়র ডাক্তাররা তাঁর বাসভবনে বৈঠকে অংশ নিতে অস্বীকার করেছেন।
জুনিয়র চিকিৎসকদের একাংশের দাবি, বৈঠকের লাইভ স্ট্রিমিং করতে হবে। সেইসঙ্গে রেকর্ডিং-ও করতে হবে। তবে এই নিয়ে নতুন করে জটিলতা দেখা গিয়েছে। ফলে প্রশ্ন উঠছে, নবান্নের মতো আজ শনিবারও কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক ভেস্তে যাবে?
সূত্রের খবর, ভিডিওগ্রাফির জন্য চিকিৎসকদের তরফে ভিডিওগ্রাফার আনাও হয়েছিল। কিন্তু তাঁদের মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। এক ঘণ্টার ওপর হয়ে গেল সকলে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন। সূত্রের খবর, প্রতিনিধি দলের কয়েকজন জুনিয়র ডাক্তার লাইভ স্ট্রিমিংয়ের দাবি জানানোয় বৈঠক এখনও শুরু হয়নি। তারা বলছে, লাইভ স্ট্রিমিংয়ের অনুমতি না দেওয়া পর্যন্ত তারা বৈঠকে অংশ নেবে না। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা চিকিৎসকরা বলছেন, ‘এই ভিডিওগ্রাফির ব্যাপারটা দ্বিপাক্ষিক করতে চেয়েছেন। কিন্তু সিনিয়র অফিসিয়ালসরা আমাদের অনুমতি দেনননি।’
#Watch: #WestBengal CM #MamataBanerjee seen waiting at her doorstep as junior doctors refuse to participate in the meeting at her residence to end the impasse until live streaming/video recording is allowed. pic.twitter.com/JVunYtxMKG
— Pooja Mehta (@pooja_news) September 14, 2024