জ্যোতিপ্রিয় মল্লিকের ‘মারাত্মক’ বুকে ব্যথা! রাতেই ছুটতে হল হাসপাতালে

Jyotipriya Mallick

মঙ্গলবার গভীর রাতে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ছুটলেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। প্রাক্তন খাদ্যমন্ত্রী বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল বলে খবর। শুধু তাই নয়, কিছুদিন আগে তাঁর আইনজীবী অভিযোগ জানিয়েছিলেন যে ইডি তাঁকে প্রয়োজনীয় চিকিৎসার অনুমতি দিচ্ছে না। সেই আবহেই মঙ্গলবার গভীর রাতে বুকে প্রবল ব্যথা অনুভব করেন ‘বালু’। মঙ্গলবার রাতে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়।

চরম দুঃসংবাদ, দুর্গাপুজোর আগে ভ্রমণপ্রেমীরা এই খবর আগে পড়ুন

   

সূত্র মারফৎ জানা গিয়েছে, চিকিৎসকদের পরামর্শ মত জেলের অ্যাম্বুলেন্স করেই জ্যোতিপ্রিয় মল্লিককে পিজির কার্ডিওলজির জরুরি বিভাগে আনা হয়। সেখানে হৃদরোগ, মেডিসিন-সহ অন্যান্য বিভাগের চিকিৎসা করেন। কিছু প্রয়োজনীয় পরীক্ষাও করা হয়। তবে অবস্থার গুরুত্ব বুঝে চিকিৎসকরা তাঁকে আবার জেলেই ফেরত পাঠিয়ে দেওয়া হয়।

লড়াই করেও সংসদ থেকে খালি হাতেই ফিরলেন সায়নী

আরও জানা গিয়েছে যে, সাম্প্রতিককালে তাঁর রক্তচাপ হু হু নামতে শুরু করেছে। শুধু তাই নয়, সেই সঙ্গে তাঁর অতীতে থাকা কিডনি এবং মুধমেহ রোগও নতুন করে চাগাড় দিয়েছে বলে জানা গিয়েছে। তবে পিজি-র মেডিক্যাল বোর্ডের চিকিৎসকেরা নির্দিষ্ট সময় অন্তর অন্যান্য বন্দিদের মত জ্যোতিপ্রিয়কেও জেলে গিয়ে নির্দিষ্ট সময় অন্তর পরীক্ষা করবেন। এর আগেও একবার তাঁকে তড়িঘড়ি আইসিসিইউতে ভর্তি করা হয়েছিল। গত বছর ইডির হেফাজতে যাওয়ার পরেই শারীরিক সমস্যার জন্য প্রেসিডেন্সি জেলে চিকিৎসকদের নজরদারিতে ছিলেন। এর পরে তাঁকে পিজি হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছিল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন