আইসিইউ-তে ভর্তি সন্তান, ওয়েটিং রুমে বসার উপায় নেই মায়ের। অপারেশন থিয়েটারে শুয়ে আছেন বছর ৮৩-র বৃদ্ধা, চাইলেও হাসপাতালে ঢুকতে পারছেন না ছেলে।ভিতরে মন্ত্রী আছেন যে। শনিবার সকাল থেকে বাইপাসের নামী বেসরকারি হাসপাতালে হয়রানির শিকার সাধারণ রোগীদের পরিবার। ভিতরে প্রবেশ করতে গেলেই বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এক-দুজনকে ঢুকতে দেওয়া হলেও অপেক্ষা করতে দেওয়া হচ্ছে না ওয়েটিং রুমে। হাসপাতাল ঘিরে নিরাপত্তারক্ষীরা।
বিশৃঙ্খলার ছবি ধরা পড়ল ওই বেসরকারি হাসপাতাল চত্বরে। নিরাপত্তারক্ষীদের সঙ্গে রীতিমতো বচসা চলছে রোগীর পরিজনদের। মন্ত্রীর কোটি কোটি টাকার রেশন দুর্নীতির চেয়েও হাসপাতালে ভর্তি হয়ে বড়ো সমস্যা করছেন সাধারণের।
প্রসঙ্গত, বৃহস্পতিবার গভীর রাতে বাড়ি থেকে বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। তাকে আদালতে পেশ করা হয়। তার বিরুদ্ধে ঠিক কী কী অভিযোগ সামনে আসছে, আদালতে তুলে ধরে ইডি। ঠিক যখনই ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হল, তখন এজলাসেই জ্ঞান হারান। বমি করতে থাকেন। এরপরই আদালতের নির্দেশে বাইপাসের ধারের এই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। আপাতত সেখানেই আছেন তিনি। আদালতের নির্দেশে মন্ত্রীকে নিরাপত্তাও দেওয়া হয়েছে। এই নিরাপত্তাই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে।
গত বছর আর তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পরও এমন অভিযোগ সামনে এসেছিল। ইএসআই হাসপাতালে যখন তার স্বাস্থ্য পরীক্ষা চলছিল, তখনও একই অভিযোগ তুলেছিলেন রোগীদের পরিজনেরা। শনিবার বেসরকারি হাসপাতালে যে ছবি দেখা গেছে, তাতে কর্তৃপক্ষ মুখে কুলুপ।