Birbaha Hansda: ইডি হেফাজতে জ্যোতিপ্রিয়, মমতার নির্দেশে দফতর দেখবেন বীরবাহা

রেশন দুর্নীতির তদন্তে ইডি গ্রেফতার করেছে বনমন্ত্রী জ্যোতিপ্রিয়কে। তাকে ঘিরে ক্রমশ দুর্নীতির একাধিক সূত্র মিলছে বলে ইডির দাবি। এই পরিস্থিতিতে প্রিয় বালু (জ্যোতিপ্রিয়) কে দফতর…

Mamata Banerjee Birbaha Hansda: ইডি হেফাজতে জ্যোতিপ্রিয়, মমতার নির্দেশে দফতর দেখবেন বীরবাহা

রেশন দুর্নীতির তদন্তে ইডি গ্রেফতার করেছে বনমন্ত্রী জ্যোতিপ্রিয়কে। তাকে ঘিরে ক্রমশ দুর্নীতির একাধিক সূত্র মিলছে বলে ইডির দাবি। এই পরিস্থিতিতে প্রিয় বালু (জ্যোতিপ্রিয়) কে দফতর থেকে সরানোর কোনও পথে গেলেন না মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশে বন দফতরের দায়িত্বে রাষ্ট্রমন্ত্রী (Barbaha Hansda) বীরবাহা হাঁসদা। তিনি এই দফতরের পূর্ণ মন্ত্রী নন। তবে প্রতিমন্ত্রী  হিসেবে দেখভাল করবেন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন বালুকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এই মন্তব্য করে তিনি সরাসরি রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রীকে ক্নিনচিট দেন। গ্রেফতারের পর থেকে নিজেকে বারবার নির্দোষ বলে দাবি করছেন বনমন্ত্রী ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর অবস্থানকেই সমর্থন করেছেন মমতা। তবে জ্যোতিপ্রিয় হেফাজতে থাকায় তাঁর তরফে দলীয় সাংগঠনিক দিক দেখবেন বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।

   

নবান্ন সূত্রে খবর, বন দফতরের দায়িত্বে বীরবাহা হাঁসদা পূর্ণমন্ত্রীর পদ পাচ্ছেন না। তিনি প্রতিমন্ত্রীর পদ নিয়ে দফতর দেখাশোনা করবেন। তবে হেফাজতে থাকা মন্ত্রী জ্যোতিপ্রিয়কে তিনি পূর্ণ মন্ত্রী হিসেবেই দেখছেন বলে জানা গেছে।

বুধবার জ্যোতিপ্রিয়কে হাসপাতালে শারীরিক পরীক্ষা করানোর আগে তিনি নিজের দলের দ্বিতীয় সর্বচ্চো নেতা ও মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিনতে অস্বীকার করেন। সাংবাদিকরা জানতে চান ফের ইডি জেরা করতে অভিষেককে সমন পাঠিয়েছে। আপনার প্রতিক্রিয়া কী? এই প্রশ্নের জবাবে মন্ত্রী জ্যোতিপ্রিয় বলেন কে অভিষেক? এরপর জ্যোতিপ্রিয় বলেন কোর্টে পরবর্তী হাজিরার দিনে বুঝতে পারবেন। আমি অত্যন্ত ক্লিয়ার।