TMC: দলের সমালোচনা করলেও মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ বিচারপতি গঙ্গোপাধ্যায়

তৃণমূল(TMC) সরকারের বিরুদ্ধে একাধিক সমালোচনা করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক মন্তব্য করে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির এরূপ মন্তব্যকে ঘিরে বারবার…

তৃণমূল(TMC) সরকারের বিরুদ্ধে একাধিক সমালোচনা করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক মন্তব্য করে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির এরূপ মন্তব্যকে ঘিরে বারবার উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। এই প্রসঙ্গে বিচারপতি তার নিজের অবস্থান স্পষ্ট করতে বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষকের নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে নিজের বক্তব্য স্পষ্ট করলেন তিনি। মুখ্যমন্ত্রীর কাজের ভূঁয়সী প্রশংসা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যের আইনজীবী ভাস্করপ্রসাদ বৈশ্যের সঙ্গে কথোপকথনে বিচারপতি এও জানিয়েছেন যে, তাঁর মন্তব্যের ভুল ব্যাখা করা হচ্ছে। 

এদিন শুনানির সময় ভরা এজলাসে রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন। তাঁর বিরুদ্ধে কথা বলতে বাধ্য করা হচ্ছে। ধেড়ে ইঁদুর বলতে কার প্রসঙ্গে একথা বলেছেন, সেটা ভুল বোঝানো হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। একইসঙ্গে পশ্চিমবঙ্গের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্দেশ্যে বিচারপতির বক্তব্য, চন্দ্রিমাকে বলে দেবেন আর কোনও মন্তব্য করব না। মুখ্যমন্ত্রী তো ভালো কাজ করছেন।  

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

একইসঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের বিরুদ্ধেও মন্তব্য করতে দেখা গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তাঁর কথায়, রোজই কুণাল ঘোষ তাঁর সম্পর্কে কিছু না কিছু মন্তব্য করেন। সেগুলোতে তিনি আনন্দই পান। তিনি কুণাল সম্পর্কে বিশেষ মন্তব্য করতে চান না বলেও জানিয়েছেন তিনি। এরপরেই সরকারের আইনজীবীর তরফে বিচারপতিকে বলা হয়, তাঁর মন্তব্যের বিকৃতি ঘটানো হচ্ছে। এই কাজ করছে সংবাদমাধ্যম। এই প্রসঙ্গে বিচারপতি বলেন, সংবাদমাধ্যম তাঁকে অনেক ভালোবাসে।  

উল্লেখ্য, চলতি মাসেই স্কুল সার্ভিস কমিশনের একটি মামলা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ‘কোনরকম ভয় না পেয়ে সিবিআই তদন্ত করলে ধেড়ে ইঁদূর বেরিয়ে আসবে’ এই মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই প্রসঙ্গে কুণাল ঘোষের ট্যুইট করে বিচারপতি গঙ্গোপাধ্যায় উদ্দেশ্যে বলেন, যদি কেউ সব জানেন, ‘মাথা’ চেনেন, ‘ধেড়ে ইঁদুর’ জানেন বলে ভাব দেখিয়ে প্রচার চান, তাঁকে অবিলম্বে সেই মামলায় সাক্ষী হিসেবে তদন্তে ডেকে পাঠানো হোক। একইসঙ্গে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরাসরি না বললেও তাঁর উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন, আইনের উর্ধ্বে কেউ নয়।