সুপ্রিম কোর্টের নির্দেশের পরে Justice Avijit Ganguly –র বেঞ্চ থেকে স্থানান্তর হয়েছে দুটি মামলা। কয়েকদিন আগেই দুটি মামলার ফাইল চেয়ে পাঠিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের অফিস। এবার সেই দুটি মামলা পাঠানো হল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম সৌমেন নন্দী এবং অপরটি কুন্তল ঘোষ বনাম পশ্চিমবঙ্গ সরকার মামলা দুটি এবার থেকে শুনবেন তিনি।
গোটা বিষয়ের শুরু হয়েছিল মার্চ মাসে। যখন কুন্তল ঘোষ অভিযোগ করেছিলেন ইডি ও সিবিআই চাপ দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য। এমনকি লিখিতভাবে নিম্ন আদালতে ও হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পরে সেই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। যার পরেই কড়া পদক্ষেপ নেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। দুটি মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি। একইসঙ্গে সিবিআই জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে যে স্থগিতাদেশ তিনি দিয়েছিলেন, সেটাও তুলে নেন।
কিছুদিন আগেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে মামলার ফাইল ফেরত চাওয়া হল। জানা গেছে, কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কার্যালয় থেকে এই নির্দেশ দেওয়া হয়। সোমবার আদালত থেকে বের হওয়ার সময় এবিষয়ে মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসবে কেন? সে তো কুন্তল ঘোষ নিজে তুলেছেন।আমার যত দূর মনে পড়ে, আমার কাছে যে ডকুমেন্ট জমা পড়ে তাতে কুন্তল নিজে অভিষেকের নাম করেন। এ তো আমার বানানো বা আকাশ থেকে পেড়ে আনা কোনও নাম নয়!