হাসপাতালে যাওয়ার রাস্তায় বেআইনি দলীয় কার্যালয়? বিচারপতি সিনহা দিলেন কঠোর নির্দেশ

ফের একবার স্বমহিমায় বিচারপতি অমৃতা সিনহা। পোর্ট ট্রাস্টের জমি দখল করে বেআইনি দলীয় পার্টি অফিস? তাও আবার হাসপাতালের রাস্তায়? সোজাসুজি সেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার…

surpeme court rejects case against justice amrita sinha husband pratap chandra dey

ফের একবার স্বমহিমায় বিচারপতি অমৃতা সিনহা। পোর্ট ট্রাস্টের জমি দখল করে বেআইনি দলীয় পার্টি অফিস? তাও আবার হাসপাতালের রাস্তায়? সোজাসুজি সেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার আদেশ দিলেন বিচারপতি সিনহা। শুধু তাই নয়, বেঁধে দিলেন নির্দিষ্ট সময়ও। প্রয়োজনে অতিরিক্ত বাহিনী দিয়ে যথা সময়ে কাজ শেষ করতে আদেশ দিলেন তিনি।

হাই কোর্টে মামলা করেছিলেন কলকাতা বন্দর কর্তৃপক্ষ বা পোর্ট ট্রাস্ট। আদালতকে তাঁরা জানিয়েছিলেন, ওই এলাকায় পোর্ট ট্রাস্টের একটি হাসপাতাল রয়েছে। তা ছাড়া হাসপাতাল সংলগ্ন বিস্তৃত জমিও কলকাতা পোর্ট ট্রাস্টেরই। কিন্তু একটি রাজনৈতিক দল সেই জমির একাংশ বেআইনি ভাবে দখল করে নিজেদের দলীয় কার্যালয় তৈরি করেছে। কলকাতা পোর্ট ট্রাস্ট আদালতকে জানায়, এর ফলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে হাসপাতালে যাওয়া আসার রাস্তায়, যা কখনওই কাম্য নয়।

   

বৃহস্পতিবার এই মামলা শুনানির জন্য ওঠে বিচারপতি সিংহের বেঞ্চে। পোর্ট ট্রাস্টের বক্তব্য শোনামাত্রই বিচারপতি বলেন, ‘‘কলকাতা পোর্ট ট্রাস্টের ওই জমি বেআইনি দখল মুক্ত করতে হবে। হাসপাতালে যাওয়ার রাস্তা খুলে দিতে হবে। ভাঙতে হবে ওই রাজনৈতিক দলের কার্যালয়।’’ এ ব্যাপারে তারাতলা থানার ওসিকে বিচারপতি নির্দেশ, ‘‘ওই কার্যালয় ভাঙার ব্যাপারে বন্দর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা করবে পুলিশ। ওই নির্মাণ ভাঙতে অতিরিক্ত বাহিনীর প্রয়োজন হলে থানাকে তার ব্যবস্থা করতে হবে।’’এই কাজ সম্পূর্ণ করার জন্য ২৬ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন বিচারপতি সিংহ।