অবস্থান শেষ, আন্দোলন নয়! ‘উৎসবের আন্দোলন’ আসছে…

উৎসবের আবহে আন্দোলন বজায় রাখতে চান জুনিয়র ডাক্তাররা (Junior Doctors Protest)। আগামী শুক্রবার অর্থাৎ ২৭ সেপ্টেম্বর জুনিয়র ডাক্তাররা ধনধান্য স্টেডিয়ামে একটি নাগরিক কনভেনশনের আয়োজন করেছে।…

West Bengal Junior Doctors Front

উৎসবের আবহে আন্দোলন বজায় রাখতে চান জুনিয়র ডাক্তাররা (Junior Doctors Protest)। আগামী শুক্রবার অর্থাৎ ২৭ সেপ্টেম্বর জুনিয়র ডাক্তাররা ধনধান্য স্টেডিয়ামে একটি নাগরিক কনভেনশনের আয়োজন করেছে। সেখান থেকে এই আন্দোলনকে আরও প্রভাবশালী করার বার্তা দেওয়া হবে।

শুধু রাজ্য সরকার নয়, এবার সিবিআই ও কেন্দ্রের দিকেও প্রশ্ন ছুঁড়বেন তারা, এমনটাই জানা গেছে।
গতকাল অর্থাৎ মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের জেনারেল বডি বৈঠক সূত্রে খবর উৎসবের আবহে আন্দোলনের আগুনকে তারা জ্বালিয়ে রাখতে চান।

   

এছাড়াও তারা জানিয়েছেন, তাদের আন্দোলনের ‘মুখ’ কিঞ্জল নন্দ, দেবাশিস হালদার বা রুমেলিকা কুমারেরা নন। এই আন্দোলনের মুখ হল সাধারণ মানুষ। যারা সাংবাদিকদের সঙ্গে আন্দোলনের সময় কথা বলেছিলেন তারাই তথাকথিত ‘মুখ’ নয়।

কঙ্গনা কোনও ছোট নেত্রী নন, আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা উচিত!
তার সঙ্গে রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা সম্পর্কে আরও কিছু দাবি নিয়ে তারা কথা বলতে চাইছেন। তার মধ্যে অন্যতম বিষয় হল ‘থ্রেট কালচার’। গত সপ্তাহের বৃহস্পতিবার নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পরে অবস্থান ও কর্মবিরতি তুলে নেবার কথা বলেছিলেন তারা।

কিন্তু আন্দোলন যে থামবে না, সেকথা আগেই জানিয়েছিলেন। ইতিমধ্যেই ‘অভয়া ক্লিনিক’ পৌঁছে গিয়েছে বন্যা কবলিত স্থানে। প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে সকলকে সাহায্য করেছে তারা। এর আগেও জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। এবারও সকলে আন্দোলনের উৎসবের জন্য তৈরী বলেই জানা যাচ্ছে।