অনশনের ২০০ ঘন্টা পার, আজ রাজভবন অভিযানের ডাক জুনিয়ার ডাক্তারদের

গত শনিবার থেকেই আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়ার চিকিৎসকেরা (Junior Doctors)৷ তাঁদের দশ দফা দাবি নিয়ে পথে বসে রয়েছেন ডাক্তারেরা (Junior Doctors)৷ প্রথম থেকেই এই…

lolkl অনশনের ২০০ ঘন্টা পার, আজ রাজভবন অভিযানের ডাক জুনিয়ার ডাক্তারদের

গত শনিবার থেকেই আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়ার চিকিৎসকেরা (Junior Doctors)৷ তাঁদের দশ দফা দাবি নিয়ে পথে বসে রয়েছেন ডাক্তারেরা (Junior Doctors)৷ প্রথম থেকেই এই আন্দোলনের পাশে রয়েছেন সিনিয়ার চিকিৎসকেরা৷ রবিবারই জুনিয়ার চিকিৎসকদের (Junior Doctors) পাশে দাঁড়িয়েছেন দেশের সব রাজ্যের জুনিয়র চিকিৎসকরা। কারণ সারা দেশজুড়ে এবার অনশনের ডাক দিয়েছে আইএমএ।

আন্দোকারী জুনিয়ার ডাক্তার (Junior Doctors) অনিকেত মাহাতো কয়েকদিন আগেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে সিসিইউতে ভর্তি ছিলেন৷ হাসপতাল সূত্রে খবর, আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন তিনি৷ তবে তাঁদের মধ্যে এখনও পর্যন্ত চার জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

   

এই বিষয় নিয়ে নাগরিক সমাজও ইমেলের মাধ্যমে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী এই বিষয়টি দেখুক৷ রবিবার রাতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন তুলেছেন জুনিয়ার ডাক্তারেরা। তাঁরা বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রী কেন চুপ? আমরা তাঁর প্রতিক্রিয়া জানতে চাই।”
রবিবার আইএমএ-র সমস্ত রাজ্য ও আঞ্চলিক শাখার প্রধানদের নির্দেশ দিয়ে আইএমএ জানিয়েছে, পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের প্রতি সংহতি জানিয়ে তারা এবার দেশ জোড়া কর্মসূচি করতে চলেছেন। আগামী মঙ্গলবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে অনশন করবেন জুনিয়র চিকিৎসকেরা।

তবে আজ সোমবার দুপুর ১২ টায় স্বাস্থভবনে ডেকেছেন জুনিয়ার চিকিৎসকেদের (Junior Doctors)৷ তাঁদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যসচিব মনোজ পন্থ৷ সেই সঙ্গে রাজভবন অভিযানের ডাক দিয়েছেন জুনিয়ার চিকিৎসকেরা৷ ধর্মতলার অনশনমঞ্চের সামনেই শুরু হবে জমায়েত।