Jadavpur University: বুধবার থেকে টানা চলছে ডিনকে ঘেরাও, পদত্যাগের দাবি একাংশের

বুধবার রাতভর ঘেরাও হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ডিন অফ স্টুডেন্টস (Dean of Students)। প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপের রহস্যজনক মৃত্যুর জন্য ডিন অফ স্টুডেন্টসকেই দায়ী…

বুধবার রাতভর ঘেরাও হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ডিন অফ স্টুডেন্টস (Dean of Students)। প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপের রহস্যজনক মৃত্যুর জন্য ডিন অফ স্টুডেন্টসকেই দায়ী করল ছাত্রসংগঠন। পড়ুয়াদের একাংশ তাঁর পদত্যাগ দাবি করেছে। ডিনকে ঘেরাও করা শুরু হয়েছে বুধবার বিকেল ৩টে থেকে। গতকাল থেকে টানা আজ বৃহস্পতিবারও চলছে ঘেরাও। ঘেরাওয়ের জেরে আজও উত্তপ্ত যাদপুর। ভিড় জমে রয়েছে অরবিন্দ ভবনের সামনে।

ছাত্রছাত্রীদের অভিযোগ যে ব়্যাগিংয়ের অভিযোগ উঠলেও কেন তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়নি। সেই অভিযোগেই তাঁর পদত্যাগের দাবি করেছে একাংশ পড়ুয়া এবং এই দাবিতেও এখনও অবধি (প্রতিবেদন প্রকাশের সময়) চলছে ঘেরাও। জানা গিয়েচে যে ঘটনার দিন রাত ১০:০৫ নাগাদ ডিনের কাছে হস্টেল থেকে একটি ফোন যায়। যেখানে একজন দাবি করে, হস্টেলে এক ছাত্র অস্বাভাবিক ব্যবহার করছে। এরপর ১০:০৮ নাগাদ ডিন আবার হস্টেল সুপারকে ফোন করে বিষয়টি দেখতে বলেন।

পুলিশ অনুমান করছে যে এভাবেই চিত্রনাট্য সাজিনো হয়েছে ঘটনায় অভিযুক্তদের তরফে এবং তারপর ডিনকে জানানো হয়েছে। ঠিক তখনই অন্যদিকে হয়তো পড়ুয়াকে মানসিক অত্যাচার করা হচ্ছিল। সেই রাতেই ১১:৪৫ নাগাদ পড়ুয়াকে রক্তাক্ত অবস্থায় হস্টেলের নীচে পড়ে থাকতে দেখা যায়।

অপরদিকে ডিন অফ স্টুডেন্টস-এর থেকে নথি চেয়ে লালবাজারে ফের তলব করা হয়েছে। বুধবার তলব পেয়েছিলেন কিন্তু গরহাজির ছিলেন। সূত্র মারফত জানা গিয়েছে যে আজ ফের নোটিস পাঠানো হতে পারে তাঁকে।

স্বপ্নদীপের মৃত্যু ঘিরে উত্তাল রাজ্য-রাজনীতি। বুধবার দুপুরে এআইডিএসও (AIDSO) ও টিএমসিপির (TMCP) পড়ুয়াদের মধ্যে তুমুল বিবাদ শুরু হপ্য যাদবপুরে। এরপর তা গড়ায় হাতাহাতিতে। তীব্র উত্তেজনার সৃষ্টি হয় অরবিন্দ ভবনের সামনেই। অপর দিকে বুধবার রাতে মৃত পড়ুয়ার গ্রাম বগুলা থেকে শতাধিক মানুষ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে এসে নীরব প্রতিবাদ জানান।