Job Scam: নিয়োগ দুর্নীতিতে এবার অভিষেক-রুজিরাকে জেরায় তলব

৩ অক্টোবর হাজিরা এড়ানোর পর এবার ফের নিয়োগ মামলায় তলব করা হল তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ইডি সূত্রে খবর, অভিষেকের পাশাপাশি নোটিস দেওয়া…

৩ অক্টোবর হাজিরা এড়ানোর পর এবার ফের নিয়োগ মামলায় তলব করা হল তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ইডি সূত্রে খবর, অভিষেকের পাশাপাশি নোটিস দেওয়া হয়েছে তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও। নিয়োগ মামলায় এই প্রথমবার রুজিরাকে তলব করা হল। সূত্রের খবর, আগামী ৯ অক্টোবর অভিষেককে তলব করা হয়েছে বলে। এর আগেই ৬ ও ৭ তারিখে তলব করা হয়েছে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায় ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে।

এর আগে, গত ১৩ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছিল ইডি। উল্লেখযোগ্য বিষয় হল, ঠিক সেইদিনই ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক ছিল। কিন্তু সেইদিনই শিক্ষক দুর্নীতি মামলায় তলব করা হয় অভিষেককে। সেদিন বেলা ১১টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান অভিষেক। তবে সেইদিন তাঁকে একাই তলব করা হয়েছিল। তাঁর স্ত্রী রুজিরাকে ডাকা হয়নি।

   

গত ২১ অগাস্ট প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডসের দফতরে তল্লাশি চালায় ইডি। ইডি-র বক্তব্য এই লিপস অ্যান্ড বাউন্ডসেই সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি যে পরে ইস্তফা দিয়েছেন, তার প্রমাণ মেলেনি বলে দাবি ইডি-র এই সংস্থার মাধ্যমে বিপুল টাকার বেআইনি লেনদেন করা হয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তার আগে জনজোয়ার যাত্রার সময়ে, ২০ মে অভিষেককে ডেকে কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। কয়লা পাচার কাণ্ডে তাঁর স্ত্রী রুজিরাকেও জিজ্ঞাসাবাদ করে ইডি।