Job Scam: নিয়োগ দুর্নীতির বিপুল আর্থিক লেনদেন নিয়ে সায়নীকে জেরা করবে ইডি

নিয়োগ দুর্নীতির তদন্তে (job scam) ইডি জেরায হাজিরা দেবেন তৃণমূল কংগ্রেস যুব নেত্রী (Saayoni Ghosh) সায়নী ঘোষ। দলের শীর্ষস্তরে তিনি বার্তা পাঠান যে আজ নির্দিষ্ট…

নিয়োগ দুর্নীতির তদন্তে (job scam) ইডি জেরায হাজিরা দেবেন তৃণমূল কংগ্রেস যুব নেত্রী (Saayoni Ghosh) সায়নী ঘোষ। দলের শীর্ষস্তরে তিনি বার্তা পাঠান যে আজ নির্দিষ্ট সময়ে তিনি ইডি জেরায় হাজিরা দেবেন। তবে সায়নী কোথায় আছেন তা স্পষ্ট নয়।

জানা যাচ্ছে, নিয়োগ দুর্নীতির আর্থিক লেনদেন নিয়ে সায়নী ঘোষের সাথে কুন্তল ঘোষের সংযোগে নজর ইডির। এছাড়াও সায়নীর আর্থিক সম্পত্তির খতিয়ান খতিয়ে দেখবে ইডি। চার পাতার প্রশ্ন তৈরি করা হয়েছে সায়নীর জন্য।

   

নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত কুন্তল ঘোষকে জেরা করে সায়নী ঘোষের বিষয়ে কিছু তথ্য পায় ইডি। তার ভিত্তিতে তৃণমূল যুবনেত্রীকে জেরায় ডাকা হয়েছে। সায়নীর সম্পত্তি খতিয়ান নিয়েও সন্দিহান ইডি।

আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন। তার আগে শুক্রবার তৃণমূল কংগ্রেস নেত্রী সায়নী ঘোষকে তলব করেছে ইডি। রাজনৈতিক মহল সরগরম। টলিপাড়াও গরম।

টিএমসি রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, “বিপত্তারিনী পুজোয় উপোস করে দুর্বল হয়ে পড়েছে সায়নী ঘোষ।” টিএমসি সূত্রে জানা গেছে পঞ্চায়েত নির্বাচনে গ্রামবাংলার মাটিতে তার প্রচার করার কথা ছিল। ইডির তলবের পর প্রচারের কাজেও বিরতি দিয়েছেন সায়নী।

জানা গেছে, যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষের কাছে তার সম্পত্তির হিসেব চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কুন্তল ঘোষের সঙ্গে তার নাম জড়িয়ে যাওয়ায় এই বিপত্তি ঘটেছে। প্রশ্নপত্র তৈরি করে ফেলেছেন ইডির অফিসাররা। সেখানে আর্থিক লেনদেন নিয়ে নানা প্রশ্ন রয়েছে। আবার সায়নী ঘোষকে একাধিক নথি নিয়ে আসতে বলা হয়েছে।