Jadavpur Uuiversity: ছাত্র মৃত্যুর পর যাদবপুরে তৃণমূল-নকশাল সংঘর্ষ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তীব্র উত্তেজনা।  ব়্যাগিংয়ের কারণে ছাত্র মৃত্যুুর জেরে পুলিশের তদন্ত চলছে। এর মাঝে ক্যাম্পাসে নকশালপন্থী AISA বনাম TMCP ছাত্র সংগঠনের সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি। দুপক্ষের…

Jadavpur University Students Call for Another Protest Rally

short-samachar

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তীব্র উত্তেজনা।  ব়্যাগিংয়ের কারণে ছাত্র মৃত্যুুর জেরে পুলিশের তদন্ত চলছে। এর মাঝে ক্যাম্পাসে নকশালপন্থী AISA বনাম TMCP ছাত্র সংগঠনের সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি। দুপক্ষের বেশ কয়েকজন জখম। বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে AISA হামলা করেছে বলে তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ। তবে নকশালপন্থী ছাত্র সংগঠন AISA দাবি করে প্রবেশদ্বারের দিক থেকে হামলা করেছে TMCP

   

বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্বপ্নদীপের মৃত্যুর তদন্ত করছে পুলিশ। এই তদন্তের মাঝে শাসকদল তৃ়নমূল কংগ্রেস ও বিরোধী দল বিজেপির দাবি যাদবপুরে বাম সংগঠনগুলি ভয়ের রাজত্ব কায়েম করে রেখেছে। তবে সিপিআইএমের ছাত্র সংগঠন SFI দাবি করে বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন দলবিহীন ছাত্রসংগঠন আছে যারা নিজেদের মুক্ত সংগঠন বলে তারা বকলমে তৃ়ণমূল ও বিজেপির ঘনিষ্ট। তারাই ব়্যাগিং করেছিল। বিভিন্ন দাবি ঘিরে গরম পরিস্থিতির মাঝে এদিন নকশালপন্থী ও তৃ়নমূল সংগঠনের মধ্যে সংঘর্ষ ছড়াল। 

স্বপ্নদীপের রহস্যমৃত্যুর ঘটনায় আজ দুপুর তিনটের মধ্যে রেজিস্টার ও ডিন অব স্টুডেন্টসকে ডেকে পাঠিয়ে লালবাজারে তলব করা হয়। জয়েন সিপির অফিসে তলব করা হয়।‌ রেজিস্টার ইতিমধ্যে লালবাজারে পৌঁছেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বয়ান রেকর্ডের প্রক্রিয়া চলছে। কিন্তু হাজির হননি ডিন অব স্টুডেন্টস।

ডিন অব স্টুডেন্টস পুলিশের মাধ্যমে জানিয়েছেন, তাকে কিছু ছাত্ররা মিলে ঘেরাও করে রেখেছে তাই তিনি যেতে পারছেন না। পুলিশ স্টেশনে এই কথা জানিয়ে হাজিরা দেননি ডিন অব স্টুডেন্টস। শুধু এই দুজন নয়, জুটার তরফে পার্থ প্রতিম রায়কে চারটের সময় আসতে বলা হয়েছে। পার্থ প্রতিম লালবাজারকে জানিকয়েছেন, তিনি একটু দেরীতে পৌঁছাবেন।