যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপের মৃত্যুুর তদন্তে এবার কলকাতা পুলিশ জেরা করবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ডিন অফ স্টুডেন্টসকে। এখনও অধরা বেশ কিছু প্রশ্নের উত্তর। তলব ডিন অফ অফ স্টুডেন্টস এবং রেজিষ্টার। লালবাজারে গোয়েন্দা প্রধানের অফিসে তলব করা হয়েছে দুজনকেই।
এর আগেও সুপার এবং ডিন অফ স্টুডেন্টসকে নিয়ে প্রশ্ন উঠেছিল। এ বিষয়ে ডিন অফ স্টুডেন্ট জানিয়েছিল, সেদিন রাতে কোনও এক স্টুডেন্ট তাকে ফোন করেছিল। এবং সে তাকে স্বপ্নদীপের সম্পর্কে জানিয়েছিল। সে ক্ষেত্রে তিনি সুপারকে দায়িত্ব দিয়েছিলেন গোটা বিষয়টি তদারকি করার জন্য। তবে তিনি নিজে কেনও যায়নি এই নিয়ে উঠেছিল বহু প্রশ্ন।
এবার আজ লালবাজারে তলব করা হলো ডিন অফ স্টুডেন্ট ও রেজিস্টারকে। দুপুর ৩টে নাগাদ লালবাজারে গোয়েন্দা প্রধানের অফিসে তলব। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে একাধিক বিষয়ে।
কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠছে একের পর এক অভিযোগ। যত দিন গড়াচ্ছে অভিযোগের পাহাড় তার উচ্চতা বাড়িয়ে চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে রজত রায় অর্থাৎ ডিন অফ স্টুডেন্টসের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন করতে চলেছেন লালবাজার গোয়েন্দা প্রধান।
এছাড়াও যিনি সুপার রয়েছেন তাকে হোস্টেলে ঢুকতে দেওয়া হত না ঢুকতে চাইলে আটকে রাখা হতো এবং হুমকি পর্যন্ত দেওয়া হতো যে চুরির বদনাম দেওয়া হবে। এই বিষয়ে তিনি জানতেন কিনা তাও জিজ্ঞাসাবাদ করা হবে।
এরসঙ্গে ঘটনার দিন পুলিশকে হোস্টেলে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। পুলিশের কাজে বাধা এই বিষয়ে ডিন অফ স্টুডেন্ট জানেন কিনা তাও জিজ্ঞাসাবাদ করে দেখা হবে।