Jadavpur University: মৃত স্বপ্নদীপের নামে চিঠি নকল করে তদন্তের মোড় ঘোরানোর চেষ্টা অপরাধীদের

স্বপ্নদীপের নামে চিঠি লিখে তদন্তের মোড় ঘোরানোর চেষ্টা। ডায়েরি থেকে এই পাতা উদ্ধারের পর প্রশ্ন উঠতে শুরু করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ডিনকে লেখা চিঠিতে…

Jadavpur University: মৃত স্বপ্নদীপের নামে চিঠি নকল করে তদন্তের মোড় ঘোরানোর চেষ্টা অপরাধীদের

স্বপ্নদীপের নামে চিঠি লিখে তদন্তের মোড় ঘোরানোর চেষ্টা। ডায়েরি থেকে এই পাতা উদ্ধারের পর প্রশ্ন উঠতে শুরু করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ডিনকে লেখা চিঠিতে ভয় দেখানোর অভিযোগ। 

রহস্যজনকভাবে মৃত পড়ুয়া স্বপ্নদীপ। তার মৃত্যুর তদন্ত চলছে। সেই চিঠিতে ১০ তারিখ উল্লেখ করলেও ৯ আগস্ট রাতে পড়ে যায় স্বপ্নদীপ। অর্থাৎ বুধবার রাতে স্বপ্নদীপ করিডোর থেকে পড়ে যায় এবং বৃহস্পতিবার তার মৃত্যু হয়। তবে সেই চিঠিতে রয়েছে ১০ তারিখের উল্লেখ।

স্বপ্নদীপের ডায়েরি থেকে একটি পাতা প্রকাশ্যে আসে। দেখা যাচ্ছে স্বপ্নদ্বীপ ডিন অফ স্টুডেন্টকে চিঠি লিখছে। এবং সেই চিঠিতে স্বপ্নদ্বীপ লিখছে, তাকে হোস্টেলে থাকতে বারণ করা হয়েছে এর সঙ্গে তিনি একজনের নাম উল্লেখ করে বলেন সে তাকে হোস্টেলে থাকতে বারণ করেছে। এর সঙ্গেই সে স্বপ্নদ্বীপকে বলে হোস্টেলে ব়্যাগিং হয়। সে কার্যত ওই চিঠিতে ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

Advertisements

এই চিঠিতে তারিখ রয়েছে ১০ আগস্ট। তবে ১০ তারিখ ভোর বেলাতেই স্বপ্নদ্বীপ মারা যায়। এবং স্বপ্নদ্বীপ পড়ে যায় ৯ তারিখ রাত সাড়ে ১১ টার সময়। যে ছাত্র ৯ তারিখ রাতে পড়ে যায় এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অচেতন অবস্থায়। সে কিভাবে ১০ তারিখে চিঠি লিখছে এই প্রশ্ন নিয়েই উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এই বিষয়ে স্বপ্নদ্বীপের বাবার দাবি, এই হাতের লেখা তার ছেলের নয়। তাকে জোর জবরদস্তি করানো হয়েছে নয়তো অন্য কেউ নকল করেছে। আমার ছেলের এমন লেখা নয়।