Jadavpur Univesrsity: নৃশংস ব়্যাগিং? স্বপ্নদীপের রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে গরম যাদবপুর

হোস্টেলে স্বপ্নদীপের রহস্যময় মৃত্যুর প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) আর্টস ফ্যাকাল্টি (AFSU) প্রতিবাদে সরব। নদিয়া থেকে পড়তে আসা স্বপ্নদীপের মৃত্যুতে ক্রমে গরম বিশ্ববিদ্যালয়ের ভিতরের পরিবেশ।…

হোস্টেলে স্বপ্নদীপের রহস্যময় মৃত্যুর প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) আর্টস ফ্যাকাল্টি (AFSU) প্রতিবাদে সরব। নদিয়া থেকে পড়তে আসা স্বপ্নদীপের মৃত্যুতে ক্রমে গরম বিশ্ববিদ্যালয়ের ভিতরের পরিবেশ। বারবার বিচারের কথা উঠে আসছে। এই ঘটনায় স্বপ্নদীপের বাবা অভিযোগ দায়ের করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল রাতেই স্বপ্নদীপের বাবাকে ফোন করেন এবং দ্রুত তদন্তের আশ্বাস দেন। খুনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্বপ্নদীপের মৃত্যুর প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টির ছাত্ররা ইতিমধ্যে মিছিল শুরু করেছে। স্বপ্নদীপের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবেশ। বারবার বিচারের কথা উঠে আসছে। এই ঘটনায় স্বপ্নদীপের বাবা অভিযোগ দায়ের করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল রাতেই স্বপ্নদীপের বাবাকে ফোন করেন এবং দ্রুত তদন্তের আশ্বাস দেন।

   

যাদবপুরে স্বপ্নদীপের মৃত্যুর পর থেকে উত্তাল যাদবপুর। শুধু যাদবপুর নয় স্বপ্নদীপের বাড়ি নদিয়ার বগুলাতেও তার মৃত্যুর প্রতিবাদ বিক্ষোভ চলছে। হোস্টেলে ব়্যাগিং হয়েছিল কিনা খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। স্বপ্নদীপের মোবাইল খতিয়ে দেখছে তদন্তকারী দল। ছেলের মৃত্যুতে হস্টেলের আবাসিকদের বিরুদ্ধে খুনের ধারা রুজু করেছেন বাবা রমাপ্রসাদ কুণ্ডু। তবে স্বপ্নদীপের বাবা নির্দিষ্ট করে কারোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেননি।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যু ঘিরে বেশ কিছু প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই, এই ঘটনায় ১০-১৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে কাউকে গ্রেফতার করা হয়নি। স্বপ্নদীপের বাবাকে ফোন করে খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল বিকেলে স্বপ্নদীপের মৃত্যুর পর বিশ্ববিদ্যালয়ে এসেছিল আচার্য রাজ্যপাল। রাজ্যপাল ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। আজ দুপুর ১২ টার সময় বাংলা বিভাগের প্রধান সহ মোট ছজন অধ্যাপককে রাজভবনে তলব করেছিল রাজ্যপাল। রাগিং এর অভিযোগ উঠেছে, সেই বিষয়েই কথা বলবেন রাজ্যপাল । কোথায় কোথায় খামতি রয়েছে সেদিকে নজর দেওয়া হবে‌। একটা গাইডলাইন করে দিতে পারেন রাজ্যপাল।

স্বপ্নদীপের ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, নির্দিষ্ট উচ্চতা থেকে পড়ে যাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। ছাত্রের মাথার বাঁ দিকের হাড়ে চিড় ছিল। বাঁ দিকের পাঁজরের হাড়ও ভেঙে যায়। কোমরও ভেঙে গিয়েছিল। তবে স্বপ্নদীপের শরীরে আঘাতের চিহ্ন ছিল গুরুতর। সেটা কেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

উল্লেখ্য, স্বপ্নদীপের অস্বাভাবিক মৃত্যুর খবর দিল্লিতে পৌঁছেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বিষয়টি জানানো হয়েছে। র‌্যাগিং-এর গাইডলাইন মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে।