কলকাতা হাইকোর্ট শেখ শাহজানের বিরুদ্ধে হওয়া সমস্ত এফআইআর এবং চার্জশিট তলব করল। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বৃহস্পতিবার আদালত কক্ষে বলেন, ”শেখ শাহজানের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, তার একটাও যদি প্রমাণিত হয়, তাহলে এটা লজ্জার।” শুধু তাই নয়, রাজ্যকে মুখবন্ধ খামে ওই সব নথি দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত সন্দেশখালি গিয়েছিলেন আইনজীবী এবং বিজেপি নেতা প্রিয়াঙ্কা টিবরেওয়াল। আদালতের অনুমতি নিয়ে তিনি সন্দেশখালি গিয়েছিলেন তখন তাঁর কাছে নির্যাতিত মহিলারা ভুরি ভুরি অভিযোগ জানান। তিনি এইদিন আদালত কক্ষে বলেন, ” জমিকে কেন্দ্র করে সবকিছু হয়েছে। পুলিশও যুক্ত। একটাও হলফনামা মিথ্যে হলে, সব ছেড়ে দেব। আমার কাছে যারা এসেছিল, তাদের প্রত্যেকের চোখে জল ছিল। কত বছর লাগবে এদের বিচার দিতে?”
আজ হাইকোর্ট উদ্বেগ প্রকাশ করে বলে, ” ‘ন্যাশনাল ক্রাইম ব্যুরো’ রিপোর্টে এরাজ্যকে মহিলাদের জন্য সুরক্ষিত বলে যে দাবি করা হয়েছ! আজ আদালত কক্ষে আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল সওয়াল করার সময় শাহজাহানের আইনজীবী বিশ্বরূপ মুখোপাধ্যায় প্রতিবাদ করলে তাঁকে কার্যত ধমক দিয়ে থামিয়ে দেন প্রধান বিচারপতি।