ব়্যাগিং রুখতে দুদিনের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসবে ইসরো দল

বেড়ে চলা ব়্যাগিং- এ বসবে ফুলস্টপ। আগামী দু’দিনের মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে ইসরোর টিম। ইসরোর তরফে চিঠি দিয়ে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। চন্দ্রযান ল্যান্ডিং সফল হওয়ার…

Jadavpur University Students Call for Another Protest Rally

short-samachar

বেড়ে চলা ব়্যাগিং- এ বসবে ফুলস্টপ। আগামী দু’দিনের মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে ইসরোর টিম। ইসরোর তরফে চিঠি দিয়ে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। চন্দ্রযান ল্যান্ডিং সফল হওয়ার দিনেই ইসরোর চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেছিলেন ব়্যাগিং-এর ঘটনা একের পর এক বেড়েই চলেছে। সেই হেতু কোনও অত্যাধুনিক যন্ত্র ব্যবহারের দ্বারা এই রেগিং নিয়ন্ত্রণে আনা যাবে সেই বিষযয়ে রাজ্যপাল উচ্চ পর্যায়ের একটি মিটিং করেছিল।

   

এর সঙ্গেই তিনি হায়দ্রাবাদের অ্যাডভান্স ডেটা প্রসেসিং রিসোর্স ইনস্টিটিউটের সঙ্গেও কথা বলেন। যে কি ভাবে সমস্ত বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা রোখা যায়। সেক্ষেত্রে এই ইনস্টিটিউট একটি অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি ডেভলপ করার চেষ্টা করছে। আচার্যের সঙ্গে বৈঠকের পর এবার ইসরোর টিম আসতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তবে রাজভবন সূত্রে খবর পাওয়া গিয়েছে যে, শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় নয় বরং বাংলার প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে এই অত্যাধুনিক ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে রাজ্যপাল। এবং কিভাবে এই অত্যাধুনিক প্রক্রিয়া সফল হবে তা নিয়ে আলোচনা করা হবে।

রাজ্যজুড়ে বেড়ে চলা ব়্যাগিং প্রাণ নিয়ে চলেছে পড়ুয়াদের। এবার স্বপ্নদীপের মৃত্যুর পর সরব হয়েছে রাজ্যপাল। ব়্যাগিং রুখতে গ্রহণ করা হচ্ছে একাধিক পদক্ষেপ। দুদিন পরে ইসরোর প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ে এসে এই বিষয়ে আলোচনা করবে বলে জানা গিয়েছে। এবং পরবর্তীকালে নেওয়া হবে এক কঠিন সিদ্ধান্ত।