Nawsad Siddique: মানসিক অত্যাচার চলছে, হেনস্থা করা হচ্ছে: নওশাদ

আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির (Nawsad Siddique) দাবি তাঁকে হেনস্থা করা হচ্ছে। বুধবার তাঁদের আদালতে পেশের সময় রাজ্য সরকারকে কটাক্ষ করতে দেখা যায় আইএসএফ বিধায়ককে।

Nawsad Siddique

আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির (Nawsad Siddique) দাবি তাঁকে হেনস্থা করা হচ্ছে। বুধবার তাঁদের আদালতে পেশের সময় রাজ্য সরকারকে কটাক্ষ করতে দেখা যায় আইএসএফ বিধায়ককে। তাঁর কথায়, যা চলছে হেনস্থা ছাড়া কিছু নয়। নিজ দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধর্মতলার জমায়েত থেকে গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি সহ অন্যান্য নেতাদের। তারা জেলে আছেন। এদিন ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় নওশাদকে। আদালতে প্রবেশের সময় রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।

আদালতে প্রবেশের সময় আইএসএফ নেতাদের বলতে শোনা যায়, জেলের ভিতরে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যদের দুধে ভাতে রাখা হয়েছে। আমাদের উপর মানসিক অত্যাচার চলছে। উনি ভাবছেন, এ ভাবে আমাদের আটকে রেখে পঞ্চায়েত ভোট করবেন। কিন্তু লড়াই জারি থাকবে।

   

নওশাদ বলেন আমার বিরুদ্ধে এখনও কোনও প্রমাণ দেখাতে পারবে না। আজ অবধি কাউকে মারো, ধরো এ সব বলছি বলতে পারবে না। এমন একটি শব্দও বলিনি। যা চলছে, তা হেনস্থা ছাড়া আর কিছুই নয়। তবে এই হেনস্থা করে নওশাদ সিদ্দিকির আইএসএফকে বা বাংলার বঞ্চিত মানুষকে আটকাতে পারবে না। আমি সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে যেমন বলি, সংখ্যালঘু, পিছিয়ে পড়া মানুষের জন্যও কথা বলি। সেটা বলবই।

গত ২১ জানুয়ারি থেকে জেল হেফাজতে রয়েছেন নওশাদ সহ অন্যান্য নেতারা। আজ জেল হেফাজতের মেয়াদ শেষে তাঁদের আদালতে পেশ করা হয়েছে। কলকাতার পর আজ ভাঙড়ের বুকে মিছিলের ডাক দিয়েছে আইএসএফ ও সিপিআইএম। ভাঙড় জুড়ে জারি রয়েছে ১৪৪ ধারা। বিরোধীদের মিছিলে কোনও অশান্তি যাতে না ছড়ায়, সে কারণে মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ বাহিনী।