এপ্রিলের শুরুতেই তীব্র দাহদাবে পুড়ছে বাংলা, আর সেই আবহে নিত্যযাত্রীদের কথা মাথায় রেখে খুশির কথা শোনাল রেল ভারতীয় রেল। গরম থেকে যাত্রীদের আরাম দিতে স্টেশনে স্টেশনে বসছে অত্যাধুনিক পাখা। পূর্ব রেলওয়ের হাওড়া এবং শিয়ালদহের মতো বেশ কয়েকটি স্টেশনে অত্যাধুনিক প্রযুক্তির হাই-ভলিউম লো-স্পীড পাখাগুলি বসতে চলেছে।
রেল সূত্রে জানা গিয়েছে, এই পাখাগুলো তীব্র তাপ এবং আর্দ্রতার বিরুদ্ধে লড়াই করার জন্য বিশেষভাবে ডিজাইন করা। এই ফ্যান প্রস্তুতকারক সংস্থা দাবি করে, এই পাখাগুলি স্থাপনের ফলে তাপমাত্রা চার-পাঁচ ডিগ্রি কমে। হাওড়া ওল্ড স্টেশন কমপ্লেক্স এলাকায় ১২টি এবং ৭নিউ স্টেশন কমপ্লেক্স এলাকায় এইচভিএলএস পাখা রয়েছে। ২ এইচভিএলএস পাখা তারকেশ্বর, বুকিং অফিস এলাকায় এবং একটি ১ বর্ধমান জং, স্লিপার ক্লাস ওয়েটিং হলে চালু আছে। পূর্ব রেলওয়ে হাওড়া ডিভিশনের এই বছর হাওড়া ওল্ড স্টেশন কমপ্লেক্স, এলাকায় আরও ১১টি পাখা লাগানোর কথা রয়েছে রেলের।
এই প্রসঙ্গে রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন,” এই ফ্যানগুলি শুধুমাত্র গরম থেকে স্বস্তি দেয় না, তারা আমাদের প্রদর্শনও করে৷ স্থায়িত্ব এবং উদ্ভাবনের প্রতি উৎসর্গ।”