‘ডানা’ ঘূর্ণিঝড়ের প্রকোপের মধ্যেই যাত্রীদের জন্য সুখবর শোনাল ভারতীয় রেল (Indian Railway)। সামনের সপ্তাহেই দীপাবলি তারপর রয়েছে ছট পুজো। সেই উপলক্ষ্যে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে। যার মধ্যে বেশকিছু ট্রেন সাঁতরাগাছি থেকে ছাড়বে। চলুন কোন লাইনে এই বিশেষ ট্রেন ঘোষণা করা হয়েছে জেনে নেওয়া যাক।
দক্ষিণপূর্ব রেল যে বিশেষ ট্রেন ঘোষণা করেছে সেই তালিকায় রয়েছে ০৬২১২ সাঁতরাগাছি-এসএমভিটি বেঙ্গালুরু দিওয়ালি/ছট পূজা ফেস্টিভেল স্পেশাল। এই ট্রেন আগামী ২৭ অক্টোবর রাত ১১টা ৩০ মিনিটে সাঁতরাগাছি থেকে বেঙ্গালুরর উদ্দেশ্যে রওনা হবে। পরের দিন রাত ১২টা ৩০ মিনিটে এটি গন্তব্যে পৌঁছাবে।
#ser #IndianRailways pic.twitter.com/hq6xSGseiZ
— South Eastern Railway (@serailwaykol) October 24, 2024
আবার উল্টো দিক থেকে ০৬২১১ এসএমভিটি বেঙ্গালুরু-সাঁতরাগাছি দিওয়ালি/ছট পূজা ফেস্টিভেল স্পেশাল আগামী ২৬ অক্টোবর রাত ১০টা ১৫ মিনিটে রওনা হয়ে পরের দিন সন্ধ্যে ৭টা ৪৫ মিনিটে সাঁতরাগাছি ঢুকবে।
#ser #IndianRailways pic.twitter.com/s8THFZhSGU
— South Eastern Railway (@serailwaykol) October 24, 2024
এছাড়া রয়েছে ০৭০৬৯/০৭০৭০ সেকেন্দ্রাবাদ-সাঁতরাগাছি-সেকেন্দ্রাবাদ স্পেশাল। ০৮৭৯৩/০৮৭৯৪ দুর্গ-পাটনা-দুর্গ স্পেশাল। ০৭০৬৯/০৭০৭০ সনৎ নগর সাঁতরাগাছি সনৎ নগর স্পেশাল। বলার অপেক্ষা রাখে না ভারতীয় রেলের (Indian Railway) এই ঘোষণায় স্বাভাবিকভাবেই উপকৃত হবেন বহু মানুষ।