দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, যাত্রী হয়রানি কমাতে খবর আগেভাগে জানিয়ে দেয় ভারতীয় রেল (Indian Railway)। প্রতিদিনের ন্যায় তেমন আজও এই সংক্রান্ত ঘোষণা নিয়ে হাজির হল। বেশ কিছু ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আরও কিছু ট্রেন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। চলুন তালিকায় কোন ট্রেন রয়েছে জেনে নেওয়া যাক।
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আদ্রা ডিভিশনে চলমান উন্নয়নমূলক কাজের কারণে আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন বাতিল থাকবে। এছাড়াও কিছু ট্রেনের সংক্ষিপ্ত রুটে চলাচল এবং রুট পরিবর্তন করা হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলওয়ের তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে যাত্রীদের এই সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে এবং বিকল্প ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
#ser #IndianRailways pic.twitter.com/CQVvr3xut2
— South Eastern Railway (@serailwaykol) February 9, 2025
ভারতীয় রেলের (Indian Railway) তরফে যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে
উন্নয়নমূলক কাজের কারণে আদ্রা-মেদিনীপুর, আদ্রা-আসানসোল, আসানসোল-পুরুলিয়া এবং ঝাড়গ্রাম-ধানবাদ এক্সপ্রেস সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে।
(১) আদ্রা-মেদিনীপুর-আদ্রা (৬৮০৯০/৬৮০৮৯) মেমু ট্রেন বাতিল থাকবে ১০, ১৪ ও ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে।
(২) আদ্রা-আসানসোল-আদ্রা (৬৮০৪৫/৬৮০৪৬) মেমু ট্রেন পুরোপুরি বাতিল করা হয়েছে ১০ থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।
(৩) আসানসোল-পুরুলিয়া-আসানসোল (৬৩৫৯৪/৬৩৫৯৩) মেমু ট্রেন বাতিল থাকবে ১০, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে।
(৪) ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম (১৮০১৯/১৮০২০) এক্সপ্রেস ট্রেন চলবে না ১০, ১৩ ও ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে।
(৫) আদ্রা-বরাভূম-আদ্রা (৬৮০৫৩/৬৮০৫৪) মেমু ট্রেন বাতিল করা হয়েছে ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে।
(৬) হাতিয়া-বর্ধমান-হাতিয়া (১৩৫০৪/১৩৫০৩) মেমু এক্সপ্রেস চলবে না ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে।
এছাড়া বাতিলের তালিকায় রয়েছে আরও একটি ট্রেন। ১২০২১ / ১২০২২ হাওড়া-বারবিল-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস আজ অর্থাৎ ১০ ফেব্রুয়ারি চালানো হবে না বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে রেল।
সংক্ষিপ্ত রুটে চলবে কিছু ট্রেন
কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। যেমন –
(১) টাটানগর-আসানসোল-বরাভূম (৬৮০৫৬/৬৮০৬০) মেমু ট্রেনের ১৪ ফেব্রুয়ারির যাত্রা আদ্রায় শেষ হবে এবং সেখান থেকেই ফের যাত্রা শুরু করবে।
রুট পরিবর্তন করা হয়েছে এক্সপ্রেস ট্রেনের
(১) টাটানগর-হাতিয়া (১৮৬০১) এক্সপ্রেস ট্রেন ১৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তার নির্ধারিত রুট বদলে চান্ডিল-গোন্দা বিহার-মুড়ি হয়ে চলবে।
রেল কর্তৃপক্ষ (Indian Railway) এই পরিবর্তনের ফলে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে এবং যাত্রীদের আগেভাগে ট্রেনের সময়সূচি যাচাই করে যাত্রার পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রীরা বিকল্প ট্রেন ব্যবহার করতে পারেন অথবা প্রয়োজনে রেলের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন।