Income Tax Raid: কলকাতার ১০ জায়গায় আয়কর হানা, উদ্ধার কমপক্ষে ১ কোটি টাকা

লোকসভা ভোটের মধ্যেই কলকাতায় আয়কর হানা (Income Tax Raid)। আজ, বৃহস্পতিবার সকালে কলকাতার অন্তত ১০ জায়গায় আয়কর হানা চলছে বলে খবর। সূত্রের খবর, কলকাতার ৩…

gas cylinder blast in south 24 parganas

লোকসভা ভোটের মধ্যেই কলকাতায় আয়কর হানা (Income Tax Raid)। আজ, বৃহস্পতিবার সকালে কলকাতার অন্তত ১০ জায়গায় আয়কর হানা চলছে বলে খবর। সূত্রের খবর, কলকাতার ৩ হোর্ডিং ব্যবসায়ীর অফিসে হানা দিয়েছেন আয়কর আধিকারিকরা। এর মধ্যে ধর্মতলা একটি অফিস থেকে ৫০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। আরেকটি অফিস থেকে ৫০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই অফিসগুলিতে আয়কর সংক্রান্ত কিছু অনিয়ম চোখে পড়ে আধিকারিকদের। এর পরই সেখানে রেড করার সিদ্ধান্ত নেন আধিকারিকরা। তল্লাশি চালানোর সময় উদ্ধার হয় বিপুল পরিমান টাকা। কী কারণে এত নগদ টাকা জমা করা হয়েছিল, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। অফিসের কর্মীদের জিজ্ঞাসাবাদ করছেন আইটি আধিকারিকরা।

আয়কর দফতর সূত্রে খবর, ভোটের মুখে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের কথা নির্বাচন কমিশনকে জানানো হবে। নির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই ব্যবস্থা নেওয়া হবে। ভোট ঘোষণার পরেই দেশ জুড়ে আদর্শ আচরণবিধি চালু হয়েছে। তার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে হিসাব-বহির্ভূত নগদ, মদ, মাদক উদ্ধার হয়েছে। সমস্ত তথ্যই নির্বাচন কমিশনকে জানানো বাধ্যতামূলক।

Lok-Sabha Election 2024: ঘোর বিপাকে তৃণমূল প্রার্থী অরূপ! মানহানির মামলা করলেন বিজেপি প্রার্থী ডাঃ সরকার

মার্চ মাসেও কলকাতায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় ৫৮ লক্ষ টাকা। চেতলার ওই ছাতু ব্যবসায়ীর বাড়িতে প্রায় দু’দিন ধরে তল্লাশি চালায় আয়কর দফতর। কোথা থেকে এত টাকা পেলেন, সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি তিনি। আয়কর দফতরের আধিকারিকদের কাছে খবর ছিল, ওই ব্যবসায়ী আয়কর ফাঁকি দিচ্ছেন। এরপর ২৭ মার্চ তাঁর বাড়িতে হানা দেয় আয়কর দফতরের আধিকারিকরা।

Advertisements

BJP: গাড়িতে হামলার অভিযোগ, জোর বাঁচলেন বিজেপি নেতা শঙ্কুদেব!

প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে চার দফার ভোট ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।