কবে আসছে বর্ষা, বিরাট খবর দিল হাওয়া অফিস

এই প্যাচপ্যাচে গরম কবে শেষ হবে, সেই নিয়ে রীতিমতো রহস্য দানা বাঁধতে শুরু করেছে। বুধবার কলকাতা শহরের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও মনে হয়েছে…

weather

এই প্যাচপ্যাচে গরম কবে শেষ হবে, সেই নিয়ে রীতিমতো রহস্য দানা বাঁধতে শুরু করেছে। বুধবার কলকাতা শহরের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও মনে হয়েছে উষ্ণতা ৫০ ডিগ্রির উপরে। অনবরত ঘামে ভিজে যাওয়ার উপক্রম। এই আবহে সবাই চাতক পাখির মতো অপেক্ষায় আছে, কবে আসবে বর্ষা? হাওয়া অফিসের সূত্রে জানা গিয়েছে শুক্রবার নাগাদ জানা যেতে পারে দক্ষিণবঙ্গে কবে আসবে বর্ষা। তবে আপাতত এই কয়েকদিন দক্ষিণবঙ্গে গরমের দাপট থাকবে বলে জানা গিয়েছে।

বুধবার সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকলেও কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং সারা দিন জুড়ে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বুধ এবং বৃহস্পতিবার পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই তিন জেলার পাশাপাশি দক্ষিণের অন্যান্য জেলায় রবিবার পর্যন্ত গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

Advertisements

আবার অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকি ঝড়বৃষ্টির কারণে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। বুধ এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের সমস্ত জেলাই ভারী বৃষ্টিতে ভিজতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।