TMC : ইউসুফ পাঠানের হয়ে আপাতত প্রচারে নামতে রাজি ‘বিদ্রোহী’ হুমায়ুন

লোকসভা আসনে তৃণমূল প্রার্থী ঘোষণা করতেই শোরগোল পড়ে যায়। বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে বিদ্রোহের সুর শোনা যায় ঘাসফুলের কিছু প্রথম সারির নেতাদের মধ্যে। সেই তালিকায়…

Yusuf-Humayun

লোকসভা আসনে তৃণমূল প্রার্থী ঘোষণা করতেই শোরগোল পড়ে যায়। বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে বিদ্রোহের সুর শোনা যায় ঘাসফুলের কিছু প্রথম সারির নেতাদের মধ্যে। সেই তালিকায় যুক্ত হয়, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের নাম। কিন্তু কেন তাঁর এই বিদ্রোহ?

আসন্ন লোকসভা আসনে তৃণমূল বহরমপুরে প্রার্থী করে প্রাক্তন ভারতীর অলরাউন্ডার ইউসুফ পাঠানকে। স্বাভাবিক ভাবেই অনেকের কাছে এই আসনে ইউসুফ পাঠানকে প্রার্থী অনেকটা আশ্চর্য হওয়ার মতোই ঘটনা। এই প্রাক্তন কেকেআর তারকাকে ভোট ময়দানে নামানোর পিছনে তৃণমূল সেনাপতির হাত থাকতে পারে বলে মনে করেছেন অনেকে। আর তাঁকে ভোটে নামানোটাই যে একটা চমক, সেটা ১০ মার্চ ঘাসফুলের জনগর্জন সভা থেকে বোঝা গিয়েছে।

তবে এই চমককে চমকে দিয়ে বেঁকে বসেন ঘাসফুলের বিদ্রোহী বিধায়ক হুমায়ুন কবীর। তিনি ধারাবাহিক ভাবে বলে গিয়েছেন, বহরমপুরে তিনি ইউসুফকে মানবেন না। প্রসঙ্গত বুধবার শহরে আসবেন ইউসুফ পাঠান। আর তাঁর শহরে আসার আগেই বিদ্রোহী কবীরের গলায় বিদ্রোহের সুর উধাও!

Advertisements

একটি সর্বভারতীয় সংবাদে প্রকাশিত খবরের ভিত্তিতে জানা গিয়েছেন, তিনি নাকি দাবী করেছেন ইউসুফ পাঠানকে অনেক বেশী ভোটে জেতানোর দাবি করেছেন। উল্লেখ্য কিছুদিন আগে মুর্শিদাবাদের নেতৃত্বকে নিয়ে নির্বাচনী সভা করেছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সেই বৈঠকে হুমায়ুন আসেননি বলে জানা গিয়েছে। তাহলে বরফ গলল কী করে ? জানা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ে নাকি তাঁর সঙ্গে কথা বলাতেই জল গলেছে!এবার দেখার ভবিষ্যতে তিনি আবার বেঁকে বসেন কিনা।