রবিবার ডিওয়াইএফআই-এর ব্রিগেড সমাবেশ। আর সেই রবিবারের ব্রিগেড লাল ঝান্ডায় ভরে যাবে। এমনই টার্গেট নিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা। মনে করা হচ্ছে শহর, শহরতলি থেকে শুরু করে বিভিন্ন জেলার ভিড় উপচে পড়বে ব্রিগেডের ময়দানে আগামীকাল।
ব্রিগেডে বাম যুব সমাবেশের জন্য প্রস্তুত হচ্ছে পুলিশ-প্রশাসনও। লালবাজার সূত্রে জানা গিয়েছে খবর, ১ লাখ জন সমাবেশের কথা জানানো হয়েছে পুলিশের কাছে। তবুও কীরকম ভিড় হতে পারে তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। জানা যাচ্ছে, ডিওয়াইএফআই-এর সমাবেশের জন্য দায়িত্বে থাকছেন ডেপুটি কমিশনার পদমর্যাদার দু’জন পুলিশ অফিসার। গোটা ব্রিগেড চত্বর জুড়ে মোতায়েন রাখা হবে প্রায় ৫০০ জন পুলিশকর্মী।
রবিবার হাওড়া, শিয়ালদহ ও কলকাতা স্টেশন থেকে বাম কর্মী-সমর্থকদের ব্রিগেডমুখী মিছিল হবে সেই মতো প্রস্তুত রাখা হবে পুলিশ। অপর দিকে, প্রতিটি মিছিল ব্রিগেডে পৌঁছতে সাহায্য করবেন কলকাতা পুলিশের কর্মীরা।
এদিকে ব্রিগেডে মেগা সমাবেশের আগে বাম যুব শিবিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলায় জেলায় চলেছে ইনসাফ যাত্রা। মীনাক্ষী ও বাম যুব নেতারা গোটা রাজ্যজুড়ে ঘুরেছেন। সম্প্রতি ব্রিগেডে সভার প্রস্তুতি খতিয়ে দেখতে যান মীনাক্ষী।
১৬ বছর পর রবিবার ডিওয়াইএফআই-এর মেগা জমায়েত ব্রিগেডের মাঠে। ২০০৮ সালে শেষ ব্রিগেড সমাবেশ হয়েছিল DYFI-এর। লোকসভা ভোটের ঠিক আগে ব্রিগেডের সমাবেশ থেকে কী বার্তা দেবেন ‘ক্যাপ্টেন’ মীনাক্ষী? অপেক্ষায় বামেদের তরুণ প্রজন্ম।