Howrah: উলুবেড়িয়া সাব ডিভিশনে জারি কার্ফু, ৫০ জনকে গ্রেফতার

পয়গম্বরকে নিয়ে সাসপেণ্ড বিজেপি নেতাদের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে রাজ্যের একাধিক জায়গায় চলে বিক্ষোভ৷ শুক্রবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷ কার্যত রণক্ষেত্র পরিস্থিতি অঙ্কুরহাটি, ধুলাগড়,…

Curfew issued in Uluberia sub-division

পয়গম্বরকে নিয়ে সাসপেণ্ড বিজেপি নেতাদের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে রাজ্যের একাধিক জায়গায় চলে বিক্ষোভ৷ শুক্রবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷ কার্যত রণক্ষেত্র পরিস্থিতি অঙ্কুরহাটি, ধুলাগড়, উলুবেড়িয়া (Uluberia) সহ একাধিক জায়গায়। ঘটনায় ৫০ এর অধিক জনকে গ্রেফতার করা হয়েছে। আরও অনেক জনকে গ্রেফতার করা হতে পারে বলে জানা গেছে।

অন্যদিকে, হাওড়া জেলার উলুবেড়িয়া সাব ডিভিশনের আওতায় থাকা একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ আগামী ১৩ জুন অবধি কার্ফু জারি থাকবে। পাঁচলা, মনসাতলা, নিমদিঘি, চেঙ্গাইল সহ সোনাতলা, বাউড়িয়া, উদয়নারায়নপুর, বাগনান সহ বিস্তীর্ণ এলাকাজুড়ে কার্ফু জারি করা হয়েছে।

   

ইতিমধ্যেই কোনও রকম অশান্তি যাতে না ছড়ায় সেজন্য হাওড়া জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রক৷ নবান্নের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, আগামী সোমবার অবধি বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা।

শুক্রবার সকাল থেকে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে হাওড়া গ্রামীণের একাধিক এলাকা। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয় বিক্ষুব্ধ জনতার৷ মনসাতলায় বিজেপির পার্টি অফিস ভাঙচুর করা হয়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি এবং কিয়োস্ক। চরম ভোগান্তিতে পড়তে হয় আম জনতাকে। বহু ট্রেন বাতিল করা হয়।

সেই ঘটনায় এখনও অবধি ৫০ এর অধিক জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। আগামীতে গ্রেফতারের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।