BJP:ভোটের আগে খালি হলো মায়ের কোল, সিবিআই চাইলেন হিরণ

ভোটের আগে বিজেপি কর্মী খুনে চাঞ্চল্য ছড়াল খড়গপুড়ে। শনিবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এলাকার ধানখেত থেকে উদ্ধার হল বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ। পরিবারের অভিযোগ, বিজেপি করার…

bjp

ভোটের আগে বিজেপি কর্মী খুনে চাঞ্চল্য ছড়াল খড়গপুড়ে। শনিবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এলাকার ধানখেত থেকে উদ্ধার হল বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ। পরিবারের অভিযোগ, বিজেপি করার অপরাধে তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। তাঁকে খুন করেছে তৃনমূলের গুন্ডাবাহিনী বলে দাবি পরিবারের।

মৃতের নাম শান্তনু ঘোড়াই,বয়স বত্রিশ। খড়গপুর থানার অন্তর্গত পপোরারা গ্রাম পঞ্চায়েতের বাড়বাসি এলাকার বাসিন্দা তিনি। তিনি ঘাটাল লোকসভা কেন্দ্রের পিংলা বিধানসভা ৬/২ পপোরারা অঞ্চলের ৮০নাম্বার বুথের কার্যকর্তা ছিলেন শান্তনু ঘোড়াই।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন শান্তনু। তার পর আর বাড়ি ফেরেননি। কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দারা দেখতে পান, ধানের জমিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই বিজেপি কর্মী। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্ত। শরীরে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন।
পরিবারের তরফে দাবি, ” মেরে হাত পা ভেঙে দিয়েছে। শরীরে একাধিক জায়গায় সিগারেটের ছ্যাঁকা দিয়েছে।”

রবিবার সকালে ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সঙ্গে দেখা করেন। সেই সঙ্গে তিনি অভিযোগ তোলেন পুলিশ নাকি এফআইআর নিতে অস্বীকার করে। এখানেই শেষ নয়, তিনি এই ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছেন। ঘটনাস্থল থেকে তিনি ফেসবুকে লাইভও করেন। তিনি সমাজ মাধ্যমে লেখেন, ” শাসকদল হয়তো ভুলে যায়; এ বাংলা কবিগুরুর বাংলা হলেও নেতাজীর ও বাংলা। সময় বদলাবে, বাংলাও বলদাবে, তৃণমূলী হার্মাদ রাও নিশ্চিহ্ন হবে।”