SSC: এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া শেষে পর্যবেক্ষণ হাইকোর্টের

এসএসসির (SSC) নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা বুধবার শেষ হল। এই মামলা দীর্ঘদিন ধরে চলে আসছিল। যদিও এই মামলার শুনানি শেষ হলেও বিচারপতি এই মামলার রায়দান…

এসএসসির (SSC) নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা বুধবার শেষ হল। এই মামলা দীর্ঘদিন ধরে চলে আসছিল। যদিও এই মামলার শুনানি শেষ হলেও বিচারপতি এই মামলার রায়দান স্থগিত রেখেছেন। তবে বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ বার্তা দিলেন এই দুর্নীতি সংক্রান্ত মামলার শেষে।

তিনি বললেন, ”এই নিয়োগ প্রক্রিয়া থেকে ভালো কিছু খুঁজে পাওয়া কঠিন।” প্রসঙ্গত এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলাগুলো দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টের সিঙ্গল- ডিভিশন বেঞ্চে ঘোরাফেরা করেছিল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি অমৃতা সিনহা-সহ একাধিক বিচারপতির এজলাসে এই মামলাগুলো বিচারাধীন ছিল। পরবর্তীকালে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি সংক্রান্ত নিয়োগ মামলা শুনানির জন্য গঠিত হয় বিশেষ বেঞ্চ। এই বেঞ্চে গত ৫ ই ডিসেম্বর থেকে শুরু হয় শুনানি। প্রায় সাড়ে তিনমাস চলল শুনানি।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে পাওয়া খব্রেরের ভিত্তিতে জানা গিয়েছে, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন,” ঘোষিত শূন্যপদের থেকেও বেশি সংখ্যক ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে। বিচারপতি দেবাংশু বসাকে তখন বলেন,” অতিরিক্ত নিয়োগ সরাসরি বাতিল হওয়া উচিত।”

উল্লেখ্য এই মাল্মার রায়দান কবে হবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে আদালত নিশ্চয় কোনও দৃষ্টান্তমূলক রায় দেবে বলে মনে করছে আইনজীবিদের একাংশ।