High Court Verdict: উপাচার্য নিয়োগে রাজ্যপালের পক্ষে রায় হাইকোর্টের

High Court Verdict: হাইকোর্টে ধাক্কা রাজ্যের। কলকাতা হাইকোর্ট জানিয়েছে, রাজ্যপালের উপাচার্য নিয়োগ বৈধ। বেতন বন্ধ করা ১০ উপাচার্যের বেতন চালু করার নির্দেশ দিল প্রধান বিচারপতির…

high-court

High Court Verdict: হাইকোর্টে ধাক্কা রাজ্যের। কলকাতা হাইকোর্ট জানিয়েছে, রাজ্যপালের উপাচার্য নিয়োগ বৈধ। বেতন বন্ধ করা ১০ উপাচার্যের বেতন চালু করার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

উল্লেখ্য, প্রায় ১৩টি বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন হয়ে পড়েছিল। এই বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে অন্তর্বর্তী দায়িত্বপ্রাপ্ত উপাচার্যদেরই মেয়াদ বৃদ্ধির সুপারিশ করে রাজভবনে প্রস্তাব পাঠিয়েছিল উচ্চশিক্ষা দপ্তর। সেই প্রস্তাব না মেনে বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করেছেন সিভি আনন্দ বোস।

যাদবপুর, কল্যাণী, কাজী নজরুল, বর্ধমান বিশ্ববিদ্যালয়-সহ মোট ১০টি বিশ্ববিদ্যালয়ে অন্তবর্তীকালীন উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল। রাজ্যের অভিযোগ, তাদের সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই এই উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল।

Advertisements

এই নিয়ে রাজ্য-রাজ্যপালের সংঘাত আরও তীব্রতর হয়। আদালতে মামলা করে রাজ্য। বুধবার সেই মামলার শুনানিতে ধাক্কা খেল রাজ্যই। আদালতের তরফে জানানো হয়েছে, উপাচার্য নিয়োগের এক্তিয়ার রয়েছে রাজ্যপালের। নিয়মবিরুদ্ধ কাজ করেননি সিভি আনন্দ বোস।

আদালতের নির্দেশ অনুযায়ী, দশটি বিশ্ববিদ্যালয়ে যাদের নিয়োগ করেছিলেন রাজ্যপাল, তারাই দায়িত্বে বহাল থাকবেন। এই উপাচার্যদের বেতন চালুর নির্দেশও দিয়েছে আদালত।উল্লেখ্য, রাজ্যপালের নিয়োগ বৈধ নয় বলে দাবি করে ১০ উপাচার্যের বেতন বন্ধ করেছিল রাজ্য।